ইজারার মাধ্যমে ফের চালু হচ্ছে খুলনার দুই পাটকল
ষাট গম্বুজ টাইমস
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩

খুলনা অঞ্চলের বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের মধ্যে দুটি জেজেআই ও দৌলতপুর জুট মিল ইজারার মাধ্যমে আবার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে পাটকল দুটি হস্তান্তর করা হয়েছে ইজারাগ্রহীতা প্রতিষ্ঠানের কাছে। তারা আগামী মাসের মাঝামাঝি কারখানা দুটি চালুর প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে। তবে নতুন ব্যবস্থাপনায় আস্থা পাচ্ছেন না চাকরিহারা উভয় পাটকলের শ্রমিকরা। তাদের দাবি, ইজারার পরিবর্তে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আবার পাটকল দুটি চালু হোক।
বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) খুলনা আঞ্চলিক কার্যালয়ের সমন্বয়কারী গোলাম রব্বানী জানান, খালিশপুর শিল্পাঞ্চলে অবস্থিত দৌলতপুর জুট মিল ফরচুন গ্রুপকে ইজারা দেওয়া হয়েছে। গত ৪ সেপ্টেম্বর কারখানাটি হস্তান্তর করা হয়। ফরচুন গ্রুপ কারখানা চালুর জন্য এরই মধ্যে কাজ শুরু করেছে। তাদের মাসিক ভাড়া সাড়ে ৯ লাখ টাকা। এরই মধ্যে ফরচুন দুই বছরের ভাড়া অগ্রিম দিয়েছে বিজেএমসিকে। এ ছাড়া প্রায় দেড় মাস আগে যশোরের রাজঘাট এলাকার জেজেআই জুট মিল ইজারাগ্রহীতা প্রতিষ্ঠান আকিজ গ্রুপকে হস্তান্তর করা হয়। তারাও আগামী মাসে কারখানাটি চালু করতে পারে। চুক্তি অনুযায়ী, ৩০ মাসের মধ্যে পাটকলগুলো চালু করতে হবে।
বিজেএমসি সূত্রে জানা গেছে, খুলনার ক্রিসেন্ট, খালিশপুর, ইস্টার্ন এবং যশোরের কার্পেটিং জুট মিলও ইজারার বিষয়টি প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মাসখানেকের মধ্যে অনুমোদন মিলতে পারে। খুলনার স্টার ও প্লাটিনাম জুট মিল ইজারা দেওয়ার জন্য আবারও দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে। তবে আলীম জুট মিলের মালিকানা নিয়ে মামলা থাকায় ইজারার জন্য দরপত্র আহ্বান করা যায়নি। আঞ্চলিক সমন্বয়কারী গোলাম রব্বানী জানান, আগে পাটকলগুলোতে যেসব পণ্য উৎপাদন হতো, ইজারাগ্রহীতারা এখনও একই পণ্য উৎপাদন করবেন। আগে যেসব শ্রমিক কারখানাগুলোতে কাজ করতেন, তাদের মধ্যে যারা কর্মক্ষম, তাদের নিয়োগ দেওয়া হবে। কারণ তাদের কাজের অভিজ্ঞতা রয়েছে। যদিও নিয়োগের ক্ষেত্রে ইজারাগ্রহীতা প্রতিষ্ঠানের স্বাধীনতা রয়েছে।
বন্ধ মিল চালু হলে শ্রমিক নিয়োগের বিষয়টি নিয়ে ফরচুন গ্রুপ ও আকিজ গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে এখনই কিছু বলতে রাজি হননি। তবে দৌলতপুর জুট মিল কারখানা কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন বলেন, মিল বন্ধের পর তিন বছর পেরিয়ে গেলেও সব শ্রমিকের বকেয়া টাকা এখনও পরিশোধ করা হয়নি। আমাদের দাবি ছিল, মিলগুলো আধুনিকায়ন করে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চালু করা হোক। কিন্তু আমাদের দাবি উপেক্ষা করে মিল ইজারা দেওয়া হয়েছে।
পাটকল রক্ষায় গঠিত সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত ই খুদা বলেন, শ্রমিকদের দাবি ইজারার মাধ্যমে নয়, রাষ্ট্রীয় মালিকানায় রেখে মিলগুলো আবার চালু করা হোক। এ দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে গত ৪ সেপ্টেম্বর শ্রমিকরা সভাও করেন।
প্লাটিনাম জুট মিল সিবিএর সাবেক সভাপতি খলিলুর রহমান বলেন, ইজারার মাধ্যমে মিল চালুর পর আগের শ্রমিকদের নিয়োগ দেওয়া হবে কিনা এবং বেতন কাঠামো কী হবে, তা আমরা জানি না। আমাদের দাবি, শ্রমিক নিয়োগের ক্ষেত্রে যেন আগে কর্মরতদের অগ্রাধিকবার দেওয়া হয়। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত থাকাকালে যে বেতন কাঠামো ছিল, তা বহাল রাখার দাবি জানান তিনি।
বিজেএমসি সূত্রে জানা গেছে, বন্ধ ৯টি মিলের কাছে ২১৪ জন শ্রমিক নগদ ৬ কোটি ৯০ লাখ টাকা এবং ১ হাজার ৩১৫ জন শ্রমিকের ৭৭ কোটি টাকার সঞ্চয়পত্র পাওনা রয়েছে। কিছুসংখ্যক শ্রমিকের বিরুদ্ধে মামলা, নামের ভুলসহ বিভিন্ন প্রকার জটিলতা থাকায় তারা এখনও সব টাকা পাননি।
লোকসানের কারণ দেখিয়ে ২০২০ সালের ২ জুলাই রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকল বন্ধ করে দিয়েছিল সরকার। এর ফলে বেকার হয়ে পড়েন প্রায় ৪১ হাজার শ্রমিক-কর্মচারী। তখন ইজারার মাধ্যমে আধুনিকায়ন করে তিন মাসের মধ্যে মিলগুলো আবার চালু করার ঘোষণা দিয়েছিল বিজেএমসি।

- বাণিজ্যিক জাহাজ থেকে ৩৭ কয়লা চোরাকারবারী আটক
- যারা নির্বাচনে বাধা দিবে ভিসানীতি তাদের বিরুদ্ধে কার্যকর হবে
- আমরা জানি কীভাবে গ্রহণযোগ্য নির্বাচন করতে হয় : পররাষ্ট্রমন্ত্রী
- রাশিয়ার ‘বন্ধু ও নিরপেক্ষ’ দেশের তালিকায় বাংলাদেশ
- রামপালের কয়লা নিয়ে মোংলায় ভিড়েছে জাহাজ
- অসময়ের তরমুজ খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায়
- বাগেরহাট সুপার অয়েল মিশিয়ে ভেজাল নারিকেল তেল তৈরি,জরিমানা
- দেশের উন্নয়নের ধারা বৃদ্ধি করতে আ.লীগের বিকল্প নেই
- বাগেরহাটে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
- বিশ্ব মেরিটাইম দিবসের সাফল্য কামনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি পৌঁছেছেন।
- লেবাননে ডুবন্ত নৌকা থেকে ২৭ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
- সর্দি-কাশি হলে কি কলা খাওয়া ঠিক
- বিশ্বের সবচেয়ে ছোট ক্যামেরা
- বদলে গেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক চিত্র
- সুন্দরবনের নৌবহরে যুক্ত হলো আরও নতুন ৬ জলযান
- প্রায় ৩২ হাজার টন কয়লা নিয়ে মোংলায় এমভি বসুন্ধরা
- রামপালে পূজা উদযাপন পরিষদের সাথে ওসি`র মতবিনিময় সভা
- ফকিরহাটে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান
- ইথিওপিয়ার সঙ্গে সরাসরি বিমান চালুর প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রীর
- বাংলাদেশ-কাজাখস্তান ভিসা অব্যাহতি চুক্তি সই
- উদ্বিগ্ন নয় বলছে আওয়ামী লীগ, বৈশ্বিক আস্থাহীনতা দেখছে বিএনপি
- সেবা সক্ষমতা বেড়েছে ফায়ার সার্ভিসের
- তিন বিশ্ববিদ্যালয়কে ১১০০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি
- খুনি জিয়ার মরণোত্তর বিচার চায় ‘মায়ের কান্না’
- নতুনরূপে আসছে বঙ্গবন্ধু স্টেডিয়াম
- পেনশন প্রাতিষ্ঠানিক রূপ পেতে যাচ্ছে
- নিষেধাজ্ঞা দিলে দেবে, আমাদের তো বাংলাদেশ আছে: প্রধানমন্ত্রী
- মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উৎপাদন শুরু ডিসেম্বরে
- রুপিতে লেনদেনের অনুমতি পেল আরো ২ ব্যাংক
- সরকার ৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ে তুলতে চায় : সিটি মেয়র
- পর্যটকদের জন্য সুন্দরবনের দুয়ার খুলছে শুক্রবার
- বাগেরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা মেয়ে নিহত
- বাগেরহাটে ট্রাক চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত
- বাংলাদেশে পদলেহনকারী সরকার চায় অনেক দেশ: প্রধানমন্ত্রী
- চিত্রাপাড়ে মিনি সুন্দরবনের জীববৈচিত্র্য
- রামপাল বিদ্যুৎ কেন্দ্রের চোরাই তার সহ আটক ৪
- খালেদা জিয়া ছাত্রদের দিয়েছিল অস্ত্র, আমি দিয়েছি খাতা-কলম
- মোল্লাহাট থেকে ‘আনসার আল ইসলাম’ এর পাঁচ সদস্য আটক
- ঐতিহাসিক সফরে ল্যাভরভ-ম্যাক্রোঁকে স্বাগত জানাতে প্রস্তুত বাংলাদেশ
- স্মার্ট বাংলাদেশ গঠনে সক্রিয় থাকার শপথ নিলেন ছাত্রলীগ নেতাকর্মী
- মোরেলগঞ্জেরপানগুছি নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
- দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- পদ্মা সেতুতে প্রথম ট্রেন নিয়ে ছুটবেন লোকোমাস্টার ‘এনামুল ও হোসেন’
- রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের তামার তার পাচার কালে গাড়ীসহ আটক-৩
- সুন্দরবনে নদীতে বাঘের সাঁতার দেখলেন দর্শনার্থীরা
- সুপার অয়েল মিশিয়ে নারিকেল তেল তৈরী, ১০ হাজার টাকা জরিমানা
- দক্ষিণ আফ্রিকায় প্রবাসীদের কাছে ভোট চাইলেন প্রধানমন্ত্রী
- যে স্মার্টফোন টানা ১০ বছর ব্যবহারের নিশ্চয়তা দিচ্ছে কোম্পানি
- বাবা হারালেন ক্রিকেটার রুবেল হোসেন
