• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

পদ্মা সেতুতে ল্যাম্পপোস্ট স্থাপনের কাজ শুরু

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২১  

পদ্মা সেতুতে বাতি (ল্যাম্পপোস্ট) স্থাপনের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) প্রথম দিন আটটি বাতি স্থায়ীভাবে স্থাপন করা হয়।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ভায়াডাক্টের দক্ষিণমুখী এস-৮ নম্বর পিলার থেকে এস-১ নম্বর পর্যন্ত এসব বাতি স্থাপন করা হয়েছে। প্রতি ৩৭.৫ মিটার দূরত্বে মূল সেতুতে ৩২৮টি এবং দুই প্রান্তের ভায়াডাক্টে ৮৭টি সড়কবাতি স্থাপন হবে। প্রতিটি বাতিতে বসানো হবে ১৭৫ ওয়াটের এলইডি বাল্ব। এসব সড়কবাতি চীন থেকে আনা হয়েছে। অন্যগুলো শিগগিরই আসবে।

তিনি আরও জানান, এখন সেতুতে প্রায় ১৬টি কাজ চলছে। এর মধ্যে রয়েছে পিচ ঢালাই, প্যারাপেট ওয়াল নির্মাণ ও বৈদ্যুতিক লাইন স্থাপন ইত্যাদি।

জানা গেছে, প্রতিটি বাতির খুঁটি ১১.২ মিটার দীর্ঘ। এগুলো আন্তর্জাতিক মানসম্পন্ন সাধারণ সড়কবাতি। তবে, এগুলো ‌‘অ্যান্টি ফগ’ হিসেবে কাজ করবে না।

প্রসঙ্গত, ৬ দশমিক ১৫ দৈর্ঘ্যের দ্বিতল পদ্মা সেতুতে নিচ দিয়ে রেলপথ ও ওপর দিয়ে সড়কপথ থাকবে। সেতুর কাজ শেষ প্রায় ৯৫ শতাংশ। আগামী বছরের ৩০ জুন যান চলাচলের জন্য সেতুটি উদ্বোধনের কথা রয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা