আগামী ৭ অক্টোবরে নতুন থার্ড টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ষাট গম্বুজ টাইমস
প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বপ্নের থার্ড টার্মিনাল হবে সত্যিকার অর্থেই বিশ্বমানের। যার অভ্যন্তরে রয়েছে দৃষ্টিনন্দন নকশা। এটি হবে এমন একটি এয়ারপোর্ট—যেখানে কোনো বিদেশি নাগরিক পা রেখেই গোটা বাংলাদেশ সম্পর্কে একটা ইতিবাচক ধারণা পাবেন। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে অত্যাধুনিক এই থার্ড টার্মিনাল। প্রথম দেখাতেই এ দেশের মানুষের সংস্কৃতি ও জীবনযাত্রার মানোন্নয়ন সম্পর্কে বিশ্বাসযোগ্য ধারণা পাবেন যাত্রীরা।
একজন বিদেশি এখানে নামার পরই যখন দেখবেন, দুরন্ত গতির এস্কেলেটর, ডানে-বামে, সামনে-পেছনে যাওয়ার কৃত্রিম বুদ্ধিমত্তার সংকেত, কিংবা বোর্ডিং ব্রিজে দাঁড়িয়েই গোটা বিমানবন্দরের আউটলুক চোখে পড়বে—তখন তিনি অভিভূত হবেন, এটা নিশ্চিত করেই বলা যায়। বর্তমানে এই বিমানবন্দরের ‘ঘিঞ্জি’ পরিবেশ দেখে যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়, সেটা মুছে যাবে। বিমানবন্দর নিয়ে বর্তমানে বিদেশিদের যে ধারণা তা পালটে যাবে থার্ড টার্মিনালে নামার পর। যাত্রীরা পাবেন আন্তর্জাতিক মানের সেবা।
আগামী ৭ অক্টোবরে নতুন এই টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের অন্যতম এই মেগাপ্রকল্পের কাজের অগ্রগতি প্রত্যাশার চেয়ে বেশি। এই বিমানবন্দরের ৯০ শতাংশ কাজ শেষ। বাকি ১০ শতাংশ কাজ শেষ হলে যাত্রীসেবার মান আমূল বদলে যাবে বলে আশা করছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
২০১৯ সালের ২৮ ডিসেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থার্ড টার্মিনাল নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়। ২০২০ সালের ৬ এপ্রিল থেকে নির্মাণকাজ শুরু হয়। মাত্র তিন বছর পর উদ্বোধন হচ্ছে এটি। নকশা অনুযায়ী পূর্ণাঙ্গ কাজ শেষে চালু হবে ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে। থার্ড টার্মিনাল চালু হলে বর্তমান বিমানবন্দরের চেয়ে সক্ষমতার বাড়বে আড়াই গুণ। ফলে তিনটি টার্মিনাল দিয়ে বছরে শাহজালালের যাত্রী পারাপারের সক্ষমতা ৮০ লাখ থেকে বেড়ে ২ কোটি ২০ লাখে দাঁড়াবে। দেশের প্রধান বিমানবন্দর শাহজালালে বর্তমানে দুটি টার্মিনাল রয়েছে। এই দুটি টার্মিনাল ১ লাখ বর্গমিটার জায়গার ওপর। তৃতীয় যে টার্মিনালটি হচ্ছে, সেটি বর্তমান দুটি টার্মিনালের দ্বিগুণের বেশি। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে প্রায় ২১ হাজার ৫০০ কোটি টাকা ব্যয় হবে এই থার্ড টার্মিনাল নির্মাণে। অত্যাধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে। লাগেজ হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে মনুষ্য সৃষ্ট অব্যবস্থাপনার কোনো সুযোগ নেই। স্মার্ট বাংলাদেশের সঙ্গে যুক্ত হবে এটি। করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময়ও থার্ড টার্মিনাল নির্মাণকাজও চলেছে বিরতিহীনভাবে। বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে জি-৭ রাষ্ট্রগুলো থেকে অত্যাধুনিক বিভিন্ন যন্ত্রপাতি আনা হয়েছে। ১৬ মিলিয়ন যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন এই টার্মিনালে লাগেজ হ্যান্ডেলিংয়ের দায়িত্ব দেওয়া হবে প্রাইভেট পার্টনারশিপ হিসেবে বিদেশি একটি দক্ষ সংস্থাকে। কেন্দ্রীয়ভাবে মনিটরিং করবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সেখানে একটি আধুনিক মনিটরিং রুমও থাকছে। বিমানবন্দরে দায়িত্বরত সব সংস্থার কর্মকর্তারা এই কন্ট্রোল রুম থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন এবং সরেজমিনে মনিটরিং করতে পারবেন।
শাহজালাল বিমানবন্দরে বর্তমানে চারটি ট্যাক্সিওয়ে আছে। নতুন করে আরও দুটি হাই স্পিড ট্যাক্সিওয়ে যোগ হচ্ছে। রানওয়েতে উড়োজাহাজকে যাতে বেশি সময় থাকতে না হয়, সে জন্য নতুন দুটি ট্যাক্সিওয়ে তৈরি করা হচ্ছে। এছাড়া পণ্য আমদানি ও রপ্তানির জন্য দুটি আধুনিক ভবন নির্মাণ করা হচ্ছে। আরও থাকবে গাড়ি পার্কিংয়ের জন্য তিনতলা ভবন। বেবিচকের তথ্যানুযায়ী, থার্ড টার্মিনালে থাকবে ২৬টি বোর্ডিং ব্রিজ। প্রথম ধাপে চালু করা হবে ১২টি বোর্ডিং ব্রিজ। থাকবে উড়োজাহাজ রাখার জন্য ৩৬টি পার্কিং বে। বহির্গমনের জন্য ১৫টি সেলফ সার্ভিস চেকইন কাউন্টারসহ মোট ১১৫টি চেকইন কাউন্টার থাকবে। এছাড়া ১০টি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল কাউন্টারসহ থাকবে ৬৬টি ডিপারচার ইমিগ্রেশন কাউন্টার। আগমনের ক্ষেত্রে পাঁচটি স্বয়ংক্রিয় চেকইন কাউন্টারসহ মোট ৫৯টি পাসপোর্ট ও ১৯টি চেকইন অ্যারাইভাল কাউন্টার থাকবে। এর বাইরে টার্মিনালে ১৬টি আগমনী ব্যাগেজ বেল্ট স্থাপন করা হবে। গাড়ি পার্কিংয়ের জন্য থার্ড টার্মিনালের সঙ্গে মালটিলেভেল কার পার্কিং ভবন নির্মাণ করা হচ্ছে। এতে ১ হাজার ২৫০টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। থার্ড টার্মিনাল ভবনের সঙ্গে ভূগর্ভস্থ সুড়ঙ্গপথ ও উড়ালসেতু নির্মাণ করা হচ্ছে, যার মাধ্যমে মেট্রোরেল ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগব্যবস্থা থাকবে। এতে থাকবে আন্তর্জাতিক মানের অত্যাধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা। থার্ড টার্মিনালে স্বতন্ত্র কোনো ভিভিআইপি টার্মিনাল নির্মাণ করা হবে না। তবে টার্মিনাল ভবনের ভেতরে দক্ষিণ পাশে সর্বাধুনিক সুবিধাসম্পন্ন ভিভিআইপিদের সময় কাটানোর জায়গা থাকবে।
গতকাল সোমবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে বলেন, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেট যুদ্ধের কারণে থার্ড টার্মিনাল নির্মাণকাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করা দুরূহ ছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুঃসাহিকতা ও দূরদর্শী ভূমিকার কারণে এটা সম্ভব হয়েছে। ইতিমধ্যে রানওয়ের সঙ্গেও সংযোগ দেওয়া হয়েছে। সেই সঙ্গে অটোমেটিক রোবোটিক সমৃদ্ধ কার্গো টার্মিনাল করা হচ্ছে। পাশাপাশি যাতায়াত সহজ করতে মালটিপল ট্রান্সপোর্টের ব্যবস্থা করা হয়েছে। এই টার্মিনাল দেশের অ্যাভিয়েশন খাতের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

- ফকিরহাটের লখপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা
- চিতলমারীতে প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান
- ঢাকার পথে কক্সবাজার এক্সপ্রেস, ইতিহাসের সাক্ষী যারা
- দ্বাদশ সংসদ নির্বাচন: কোন দলের কতজন প্রার্থী
- নির্বাচনের ট্রেন কারো বাধায় আর থামবে না: ওবায়দুল কাদের
- তিনশ’ আসনে মনোনয়ন জমা ২৭৪১ প্রার্থীর, ভোটে গেল ৩০ দল
- বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপন
- সারাদেশে ৩০০ আসনে ২৭৪১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
- মোংলা সমুদ্র বন্দরের ৭৩ বছর
- বাগেরহাটের ৪টি আসনে মনোনয়ন জমা দিলেন ৩০ প্রার্থী
- বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর যন্ত্রাংশ নিয়ে পানামা জাহাজ মোংলা বন্দরে
- আজ থেকে শুরু হলো মহান বিজয়ের মাস ডিসেম্বর
- ইউরোপীয় ইউনিয়ন যা চায়, আমরাও তা-ই চাই : কাদের
- সকাল, দুপুর নাকি রাত, কোন সময়ে ওজন মাপা ভালো?
- সালাতুদ দুহা বা চাশতের নামাজের নিয়ম ও ফজিলত
- ছেলে সুড়ঙ্গে আটকে, ‘দুশ্চিন্তায়’ মৃত্যু বৃদ্ধ বাবার!
- আশা সরকারের
পিটার হাস রাষ্ট্রদূত হিসেবে আচরণের সীমা মেনে চলবেন - ফকিরহাটে মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা
- ফকিরহাটে মনোরমা দাশ সিসিতে জরায়ু-মুখ ও স্ক্রিনিং ক্যাম্প শুরু
- জলবায়ু ন্যায্যতার দাবীতে মোংলায় রাস্তায় শুয়ে অভিনব কর্মসুচি পালন
- উন্নয়নের ধারাবাহিকতায় দেশে উৎসবমুখর পরিবেশে নির্বাচনীর আমেজ
- কচুয়ায় শেখ তন্ময়ের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে উপজেলা আ.লীগ
- মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ
- সারাদেশে ১৬১ প্লাটুন বিজিবি মোতায়েন
- খুলনা-ঢাকা রুটে পদ্মা সেতু হয়ে চালু হচ্ছে প্রথম কমিউটার ট্রেন
- সরকার উন্নয়ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে
- নির্বাচনি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাকিবকে শোকজ করল ইসি
- মানবতাবিরোধী অপরাধ
বাগেরহাটের খান আকরামসহ সাতজনের মৃত্যুদণ্ড - বাংলাদেশ বিমানবাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত
- বঙ্গবন্ধুর মাজারে বদিউজ্জামান সোহাগের শ্রদ্ধা জ্ঞাপন
- বাগেরহাটের ৪’টি আসনে মনোনয়ন সংগ্রহ করলেন যারা
- বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ব্যাংকারের
- বিয়ে করলেন ৩৮ ইঞ্চি উচ্চতার আব্বাস
- বাগেরহাটে ছিনতাইয়ের অভিযোগে দুই কারারক্ষি আটক
- স্বপ্নবিলাস হোটেলে অভিযান, নারীসহ আটক ১১
- রামপালে ইমামদের সাথে ওসি আশরাফুল আলম`র মতবিনিময়
- মোংলা- খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২
- সুন্দরবনে নদীর চরে মিলল ২ জনের মরদেহ
- কচুয়ায় হত্যা মামলার আসামী গ্রেফতার
- বিএনএমে যোগদানের গুঞ্জন মেজর হাফিজ ও সাকিবের
- মোরেলগঞ্জে ভাঙন রোধে জিও ব্যাগের পরিবর্তে প্লাস্টিকের বস্তা
- জ্বালাও-পোড়াও এটাই বিএনপির উৎসব, এটাই তাদের চরিত্র
- তারেককে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: ওবায়দুল কাদের
- রামপালের কয়লা নিয়ে মোংলা বন্দরে বসুন্ধরা ইমপ্রেস
- আগারগাঁও থেকে ২১ মিনিটে মতিঝিল গেলেন প্রধানমন্ত্রী
- বাগেরহাটে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, যুবক নিহত
- মানবতাবিরোধী অপরাধ বাগেরহাটের সাত জনের রায় বৃহস্পতিবার
- পূর্ণতা পাচ্ছে মেট্রোরেল, মতিঝিল থেকে উত্তরা ৩১ মিনিটে
- সৌদি আরবের পথে প্রধানমন্ত্রী
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ পুলিশ
