• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

আজানের প্রতি সম্মান প্রদর্শন ভারতীয় ডিজের

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৩  

আজানের প্রতি সম্মান প্রদর্শন করে অনুষ্ঠান বন্ধ করার ঘটনা নতুন নয়। এর আগেও একধিক তারকা এ কাজ করেছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন ভারতীয় ডিসে আলী মার্চেন্ট। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

কিছুদিন আগের ঘটনা। পুনেতে কনসার্ট করতে গিয়েছিলেন ডিজে আলি মার্চেন্ট। জোরে জোরে বাজছিল গান। তখন ডিজে আলি মার্চেন্টের বাজানো গানে সামনে দাঁড়িয়ে থাকা দর্শক-শ্রোতারা মজে রয়েছেন। গানের তালে চলছিল নাচ। এরইমধ্যে শুরু হয় আজান। তৎক্ষণাৎ কয়েক মিনিটের জন্য গান থামিয়ে দেন আলি।

ঘটনাটির একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। তা দেখে পক্ষে বিপক্ষে মত দেন অনেকে। কেউ কেউ আবার চরম মাত্রায় ট্রল শুরু করেন। এরপরই মুখ খোলেন আলি।

তিনি বলেন, ‘রমজান মাস চলছিল, সেসময় আজানকে সম্মান জানানো গুরুত্বপূর্ণ। আর আমার অনুষ্ঠান আজান শুরু হওয়ার মাত্র ৩০ মিনিট আগে শুরু হয়েছিল।’

মার্চেন্ট আরও বলেন, ‘আমি যখন গান বাজানো বন্ধ করি, তখন ভিড়ের মধ্যেও কয়েকজন ট্রলকারী ছিলেন, যারা বলেন, আমি ভয় পেয়েছি বলেই গান বন্ধ করে দিয়েছি। তখন আমিও চেঁচিয়ে বলি, আমি শুধু আল্লাকে ভয় করি।’

আলি আরও জানান, ছোট থেকেই রোজা রাখেন তিনি। এই অভ্যাস তার সবকিছু সুন্দর করে তুলেছে। প্রত্যেকেরই নিজের ধর্ম কাজের প্রতি সম্মান রাখা উচিত বলে মনে করেন তিনি।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা