• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

হিন্দি সিনেমায় নায়িকারা ভালো জামা-কাপড় পরে না: ডিপজল

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৮ মে ২০২৩  

সম্প্রতি বাংলাদেশের সিনেমা হলগুলোতে ভারতীয় ছবি আমদানির অনুমতি দিয়েছে সরকার। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ১২ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলিউডের ব্লকবাস্টার ‘পাঠান’ সিনেমা।

এদিকে শুরু থেকেই দেশে ‘পাঠান’মুক্তির বিরোধিতা করছেন ঢালিউডের জনপ্রিয় খল অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। তার মতে, এ ধরনের সিনেমা তরুণ প্রজন্মকে বিপথে নিয়ে যাবে।

ডিপজলের কথায়, ‘টেলিভিশনের হিন্দি সিনেমা আমাদের ছেলে-মেয়েদের নষ্ট করছে। হিন্দি সিনেমায় নায়িকারা যেভাবে জামাকাপড় পরে, ওভাবে আমাদের দেশে জামা-কাপড় পরে না। অনেক ছেলে-মেয়েরে আগেই নষ্ট করেছে, এখন সিনেমা আমদানি করে নষ্ট করছে। হিন্দি সিনেমা মানুষ দেখবে না। সিনেমায় তাদের মানুষ ভালো জামা-কাপড় পরে না। সেসব আমাদের দেশের সংস্কৃতি না। এ কারণে আমি মনে করি, বাংলাদেশে হিন্দি সিনেমা টিকবে না।’

হিন্দি সিনেমা আমদানির বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন না বলে মনে করেন ডিপজল। তিনি বলেন, ‘আমার মনে হয় বিষয়টি আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছায়নি। তিনি জানলে হিন্দি সিনেমা বাংলাদেশে মুক্তি পেতে দেবেন না। বাংলা ভাষার জন্য মানুষ শহীদ হয়েছে। আর আজ বিদেশি ভাষার সিনেমা আসছে এ দেশে, এটি মেনে নেয়া যায় না।’

বাংলাদেশে বলিউড সিনেমার সম্ভাবনা নিয়েও কথা বলেন এ খল-অভিনেতা। তিনি বলেন, ‘আমাদের দেশে বাংলা সিনেমা আসুক। আমাদের সিনেমা সেখানে যাক। এতে কোনো আপত্তি নেই আমাদের। এই যে ঈদে আটটি সিনেমা মুক্তি পেল, এসব সিনেমার টাকা উঠবে কীভাবে? আবার কোরবানির ঈদে সিনেমা মুক্তি পাবে। এভাবে হিন্দি সিনেমা প্রবেশ করলে সমস্যা। আগামী বাংলাদেশের ভালো ভালো সিনেমা নির্মাণ হচ্ছে, হিন্দি আসলে সমস্যা।’

আগামী ১২ মে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘পাঠান’। নানা বাধা-বিপত্তি কাটিয়ে দেশে সিনেমাটি মুক্তির অনুমতির প্রক্রিয়া সম্পন্ন করেছেন অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের কর্ণধার মামুন।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ ছবিতে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে আছেন জন আব্রাহাম। দেশমাতৃকাকে সন্ত্রাসবাদীদের হাত থেকে বাঁচাতে এক সেনার গল্প বলেছে এই ছবি।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা