• সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১০ ১৪৩০

  • || ০৯ রবিউল আউয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বিয়ে করলেন ফিলিপিনো অভিনেত্রী ন্যাটালি হার্ট

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩ আগস্ট ২০২৩  

বিয়ে করলেন জনপ্রিয় ফিলিপিনো অভিনেত্রী ন্যাটালি হার্ট। গত সোমবার বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লিখেছেন, ‘এখনো বিশ্বাস করতে পারছি না।’

অস্ট্রেলীয় নাগরিক ব্র্যাড রবার্টের সঙ্গে ছয় মাসের প্রেমের সম্পর্কের পর গত বছরের আগস্টে আংটিবদল করেছেন ন্যাটালি। বাগদানের এক বছর পর সিডনিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন ‘সিন আইল্যান্ড’ অভিনেত্রী ন্যাটালি।

ইনস্টাগ্রামের মন্তব্যের ঘরে ইজা কালজাডো, দিয়ানা মেদিনাসহ অনেক তারকা নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। ছবিতে ফ্লোরাল নকশার পোশাকে দেখা গেছে ন্যাটালিকে।

৩১ বছর বয়সী এ অভিনেত্রী টেলিভিশনের ক্যারিয়ার পড়ার পর ফিলিপিনো সিনেমায় নাম লেখান। ‘মাই রেবান্ড গার্ল’, ‘সামবডি টু লাভ’, ‘কুসিনা কিংস’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন ন্যাটালি।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা