• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

কলাপাড়ায় বিলুপ্ত প্রজাতির শকুন উদ্ধার

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২২  

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের বৌলতলী গ্রামের মুসা কাজেম নামের কৃষকের ধান ক্ষেত থেকে বিলুপ্ত প্রজাতির একটি শকুন উদ্ধার হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার ধুলাসার ইউনিয়নের এটি উদ্ধার করা হয়। শকুনটি শারীকির ভাবে দুর্বল ছিল বলে এটি ধরা সম্ভব হয়েছে বলে স্থানীয়দের দাবি।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর একটার দিকে বেশ কয়েকজন শিক্ষার্থী বৌলতলী গ্রামের মাদরাসায় যাচ্ছিল। এ সময় ওই এলাকার একটি রেইনট্রি গাছে শকুনটি দেখতে পেয়ে তারা ধাওয়া দেয়। শকুনটি দৌড়ে মুসা কাজেম নামের কৃষকের ধান ক্ষেতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে থাকার সুযোগে কৌতুহলী শিক্ষার্থীরা সিটিকে আটক করে। খবর পেয়ে ধুলাসার ইউনিয়নের বিট অফিসার উজ্জল হোসেন ঘটনাস্থলে পৌঁছে শকুনটিকে উদ্ধার করে।

মহিপুর রেঞ্জের বনকর্মকর্তা আবুল কালাম জানান, শকুনটিকে রোগাক্রান্ত মনে হচ্ছে। তাই এটিকে প্রাণিসম্পদ অফিসের কাছে হস্তান্তর করা হবে। চিকিৎসা শেষে প্রাণীটিকে বনে অবমুক্ত করা হবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা