• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

১৫ হাজারেরও বেশি শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি শিগগরিই

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২২  

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) তৃতীয় গণবিজ্ঞপ্তির পরও ১৫ হাজারেরও বেশি পদ খালি রয়ে গেছে। সেগুলো পূরণে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে শিগগরিই। জানা গেছে, তৃতীয় গণবিজ্ঞপ্তির পরও খালি থাকা ১৫ হাজারের বেশি পদে জনবল নিয়োগের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে এনটিআরসিএ। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে অনুমোদনও পেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ।

উল্লেখ্য, বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তবে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদনকারীদের অধিকাংশই ইনডেক্সধারী হওয়ায় এবং নারী কোটা ও অন্য ক্ষেত্রে যোগ্য প্রার্থী না থাকায় ১৫ হাজার ৩২৫টি পদ ফাঁকা রয়ে গেছে। এই অবস্থায় বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নিয়েছে এনটিআরসিএ।

এর আগে, ২০ জানুয়ারি ২০২২ সারা দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৪ হাজার ৭৩টি পদে বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে এনটিআরসিএ।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা