• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

পদ্মা সেতু মোটরসাইকেল চলাচলের জন্য প্রস্তুত

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৩  

পদ্মা সেতুর সার্ভিস লেনে মোটরসাইকেল চলাচল শুরু হচ্ছে বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৬টা থেকে। মোটরসাইকেল চলাচলের জন্য পদ্মা সেতুর উভয়প্রান্তের টোল-বুথসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে পদ্মা সেতু উত্তর টোল প্লাজা এলাকা পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান সেতু বিভাগের সচিব মনজুর হোসেন।

তিনি বলেন, মোটরসাইকেল পারাপারের জন্য পদ্মা সেতু পুরোপুরি প্রস্তুত। আগামীকাল সকাল ৬টা থেকে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে পদ্মা সেতু পার হতে পারবেন।

বাইকারসহ সবার প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, তারা যদি আইন মেনে পার হন তাহলে অন্য যাত্রীদের সমস্যা হবে না। হঠাৎ করে যদি কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে গাড়ি চলাচল বিঘ্ন-নষ্ট হয়ে যেতে পারে। সবাই যদি ট্রাফিক আইন মেনে চলে ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ হবে না। আমরাও নির্বিঘ্নে সেবা দিতে পারবো।

সেতু বিভাগের সচিব মনজুর হোসেনের সঙ্গে এসময় উপস্থিত ছিলেন পদ্মা সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের, নির্বাহী প্রকৌশলী রজ্জব আলীসহ সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকতা ও স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা