• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

চলতি জুনেই পূর্ণ উৎপাদনে যাবে আরো একটি বিদ্যুৎকেন্দ্র

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৯ জুন ২০২৩  

চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপের ১ হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চলতি জুনে পূর্ণ সক্ষমতায় উৎপাদন শুরু করবে। ৬৬০ মেগাওয়াট ক্ষমতার দুইটি ইউনিটের প্রথম ইউনিটে গত ২৪ মে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। অপর ইউনিটেও চলতি বছরে উৎপাদন শুরু করা যাবে বলে জানিয়েছে কেন্দ্রটির মালিকানা ও পরিচালনা প্রতিষ্ঠান এস আলম গ্রুপের এসএস পাওয়ার।
জানা যায়, কেন্দ্রটির প্রথম ইউনিটে বর্তমানে পরীক্ষামূলকভাবে দৈনিক ১২০ থেকে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় বিদ্যুৎ বিভাগ ও পিডিবি পূর্ণ সক্ষমতায় কেন্দ্রটির উৎপাদন চায়। জুনের শেষ নাগাদ কেন্দ্রটির সে উৎপাদন শুরুর সময়সূচি নির্ধারণও করা হয়েছিল। তবে এখন সেটি আরো কিছুটা এগিয়ে এনে আগামী এক-দুই সপ্তাহের মধ্যে পূর্ণ ৬৬০ মেগাওয়াট ক্ষমতায় উৎপাদন চালু করার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আসন্ন ঈদুল আযহার সময় বিদ্যুতের বাড়তি চাহিদা মেটাতে এটি সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসএস পাওয়ার জানায়, ঈদুল আযহার পূর্বেই অর্থাৎ আগামী এক-দুই সপ্তাহেই একটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে সর্বোচ্চ ক্ষমতার সমপরিমাণ বিদ্যুৎ সরবরাহ করবে এস আলম গ্রুপের এসএস পাওয়ার প্ল্যান্ট।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা