• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

নেতিবাচক সংবাদ করা ‘বিকৃত’ মানসিকতা, বললেন স্বাস্থ্যমন্ত্রী

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৫ জুলাই ২০২৩  

নেতিবাচক সংবাদ থেকে সাংবাদিকদের বেরিয়ে আসার আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলেন, ‘নেগেটিভ নিউজে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। পজিটিভ নিউজ করতে হবে। এর ফেলে দেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে উজ্জ্ব্বল হবে। তবে একটা গোষ্ঠী মনে করে নেগেটিভ নিউজ করে। এটা বিকৃত মানসকিতা।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্পেশালাইজড হাসপাতালের ইনডোর কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।

দেশের স্বাস্থ্য খাতের অবস্থা গত দশ বছরে অনেক এগিয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চিকিৎসক-নার্স দ্বিগুণ হয়েছে। নার্স নিয়োগ বন্ধ ছিল। টেকনিশিয়ান নিয়োগ বন্ধ ছিল মামলার কারণে। সেই মামলা তুলে নেওয়ার ব্যবস্থা করে নিয়োগ কার্যক্রম শুরু করেছি। ৮টি বিভাগে ৮টি হাসপাতাল হচ্ছে। সেগুলোতে নতুন করে ৪ হাজার শয্যা যুক্ত হবে।’

দেশে দিন দিন এডিস মশাবাহিত ডেঙ্গু রোগ বাড়ছে বলে সতর্ক করে স্বাস্থ্যমন্ত্রী। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার তাগিদ দেন স্বাস্থ্যমন্ত্রী।

বলেন, ‘মশা নিধনে আরও বেশি দায়িত্ব পালন করতে হবে সবার। দায়িত্বরত যারা আছেন তাদের অ্যাক্টিভিটি আরও বাড়াতে হবে। দিনরাত চিকিৎসকরা সেবা দিয়ে যাচ্ছেন। রোগীর যেন মৃত্যু কম হয় সে চেষ্টা করে যাচ্ছেন চিকিৎসকরা। তবে রোগীরাও দায়িত্ব নিয়ে ঠিক সময়ে হাসপাতালে আসতে হবে।’

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা