• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

দেশের ৫৭ জেলায় ডেঙ্গু রোগী আছে : স্বাস্থ্যমন্ত্রী

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১০ জুলাই ২০২৩  

দেশের ৫৭ জেলায় ডেঙ্গু রোগী আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এই মৌসুমী ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৮ জন মারা গেছে। গত বছরের তুলনায় অনেক বেশি। 
সোমবার (১০ জুলাই) দুপুরে ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে ৭৮ তম ডিএমসি ডে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 
জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রী ডেঙ্গু  নিয়ে কিছু নির্দেশনা দিয়েছে। করোনা নিয়ে আমরা যেভাবে সফলতা অর্জন করেছি ডেঙ্গু ও সেভাবে সফলতা অর্জন করবো। 
মন্ত্রী বলেন, বিভিন্ন মাল্টিস্টোরেড বিল্ডিংয়ে ৪৩ শতাংশ ডেঙ্গু লার্ভা পাওয়া যাচ্ছে। মুগদা হাসপাতালে ডেঙ্গু রোগী বেশি। কারণ ওই এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেশি। নর্থ সিটি কর্পোরেশন হাসপাতালে রোগী রাখা হবে। প্রয়োজনে কোভিডের মতো ওই হাসাপাতালকে ডেঙ্গু জন্য ডেডিকেটেড করে দেয়া হবে।
জাহিদ মালেক বলেন, ডেঙ্গু আক্রান্ত একবার হবার পর আবার ও আক্রান্ত হলে মৃত্যুর আশংকা বেড়ে যায়। সরকার সিটি করপোরেশন ও জনগণ মিলে কাজ করলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা যাবে। 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা