• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

হাঁটুরও নাকি ক্ষয় আছে

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৩  

হাঁটুর ক্ষয়জনিত রোগে আক্রান্ত সাধারণ মানুষ একে হাঁটু ব্যথা বলে থাকে। আর চিকিৎসা বিজ্ঞানে একে ‘অস্টিওআথ্রাইটিস অব নি’ বলা হয়। হাঁটু ব্যথা শুধু ক্ষয়জনিত রোগেই নয়, বিভিন্ন কারণে হতে পারে। যেমন— রিউমাটয়েড আথ্রাইটিস, সেপটিক আথ্রাইটিস, গাউট, সোরিয়েটিক আথ্রাইটিস, এনকাইলজিং স্পন্ডাইলাইটিস, এসএলই ইত্যাদি। তবে সবচেয়ে বেশি হাঁটু ব্যথা সাধারণত অস্থিক্ষয়ের জন্যই হয়ে থাকে। জোড়ার ভিতর আঠালো এক ধরনের পদার্থ থাকে, যা জোড়াকে নড়াচড়া করতে সহজ করে দেয়। অনেক ক্ষেত্রে তরল পদার্থ শুকিয়ে গেলেও এই রোগ দেখা দেয়। অস্বাভাবিক ক্রিয়া-বিক্রিয়ার ফলে আস্তে আস্তে রোগের প্রতিক্রিয়া লক্ষণ পায়।

চিকিৎসা : যেহেতু এ রোগের প্রধান কারণ ক্ষয়জনিত সমস্যা, তাই এর প্রধান চিকিৎসা ফিজিওথেরাপি। অনেক ক্ষেত্রে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসা অনেক ফলদায়ক। এছাড়া এ সময় শর্টওয়েভ ডায়াথার্মি, আল্ট্রাসাউন্ড, অতিলোহিত রশ্মি ও বিভিন্ন ধরনের ব্যায়ামের মাধ্যমে বিশেষজ্ঞরা ফিজিওথেরাপির চিকিৎসা দিয়ে থাকেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা