• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

৩ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনার টিকা দিচ্ছে আর্জেন্টিনা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২১  

তিন থেকে এগারো বছর বয়সী শিশুদের করোনার টিকা দেওয়া শুরু করেছে আর্জেন্টিনা।  মঙ্গলবার থেকে দেশটিতে শিশুদের সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে।

গেল মে মাসে মাসে সিনোফার্ম জরুরি ব্যবহারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলেও এ নিয়ে অনেক তর্ক-বিতর্ক ছিল দেশটিতে। প্রথমে আর্জেন্টিনার বেশির ভাগ মানুষ  সিনোফার্মের টিকা নিতে অস্বীকৃতি জানায়।

আর্জেন্টিনায় ১২ মাসেরও বেশি সময় ধরে লকডাউন থাকলেও টিকা বিষয়ক প্রচারণা অনেক ধীরগতিসম্পন্ন ছিল, সেই সঙ্গে টিকা দেওয়ার বিষয়েও অনেক অনীহা ছিল। খুব কমসংখ্যক মানুষই ঠিক সময়ে সেকেন্ড ডোজ নিতে পেরেছে। বাকিদের দুটি ডোজের মধ্যে সময়ের ব্যবধান কয়েক মাস।  এরই মধ্যে কিছুদিন আগে সিনোফার্মের টিকা ব্যবহারের অনুমোদন দেয় দেশটি।

আর্জেন্টিনার স্বাস্থ্যমন্ত্রী কার্লা ভিজোত্তি বলেছেন, ‘বছরের শেষ সময়ের মধ্যে তিন বছর বয়স পর্যন্ত সবাইকে করোনা থেকে সুরক্ষিত করা সম্ভব হবে।’ এদিকে আর্জেন্টিনার সোসাইটি অব পেডিয়াট্রিকের চিকিৎসক ওমার তাবাকো বলেছেন,  ‘আমরা শিশুদের নিরাপত্তার জন্য টিকা দেওয়া শুরু করেছি।  আমরা যেন হার্ড ইমিউনিটি তৈরি করতে পারি এবং বাচ্চারা নিশ্চিন্তে স্কুলে যেতে পারে, সে জন্য টিকার ওপর জোর দেওয়া হয়েছে।’

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা