• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মালিতে জঙ্গি হামলায় নিহত ৩১

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২১  

মালিতে যাত্রীবাহী একটি বাসে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে। শুক্রবার স্থানীয় একটি বাজারের দিকে যাওয়ার সময় বাসটিতে হামলা চালানো হয়। পাশের শহর বানকাসের মেয়র মৌলায়ে গুয়িন্দো বলেন, সপ্তাহে দুদিন সংঘগ্রাম থেকে বান্দিয়াগারা বাজারের দিকে একটি বাস ছেড়ে যায়। দুই এলাকার দূরত্ব ১০ কিলোমিটার। গতকাল বাসটি বান্দিয়াগারা বাজারের দিকে যাওয়ার সময় এটিকে হামলার লক্ষ্যবস্তু করে বন্দুকধারীরা। তিনি আরও বলেন, একদল অস্ত্রধারী গাড়িটি লক্ষ করে গুলি ছুড়েছে, টায়ার কেটে দিয়েছে এবং লোকজনকে গুলি করেছে।

গুয়িন্দো এবং স্থানীয় আরেক কর্মকর্তা জানান, কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে। আরও অনেকে আহত ও নিখোঁজ রয়েছে। গ্রামগুলো মোপতি অঞ্চলের কেন্দ্রভাগে অবস্থিত। সম্প্রতি মালির এ অঞ্চলে আল-কায়েদা ও আইএস-সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা ও সহিংসতা বাড়তে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, বাসের জানালার ফ্রেমগুলো বেঁকে গেছে। বাসটির সিটে মৃতদেহগুলো পড়ে আছে। তবে ছবিগুলোর সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। আফ্রিকার সাহেল অঞ্চলজুড়ে জঙ্গিদের হামলার সংখ্যা বেড়েছে। মালি, বুরকিনা ফাসো ও নাইজারে হাজারো মানুষকে হত্যা করা হচ্ছে। বাস্তুচ্যুত হচ্ছে লাখো মানুষ।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা