• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মস্কোভা তলিয়ে দিতে সহায়তার অভিযোগ নাকচ করল আমেরিকা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৬ মে ২০২২  

কৃষ্ণ সাগরে রাশিয়ার ফ্লাগশিপ যুদ্ধজাহাজ মস্কোভা মিসাইল ক্রুজার পানিতে তলিয়ে দিতে ইউক্রেনীয় বাহিনীকে সহায়তার অভিযোগ নাকচ করল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ‘এনবিসি নিউজ’ ইউক্রেনীয় বাহিনীকে সহায়তা সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের মুখপাত্র জন কিরবির কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন।
জন কিরবি বলেন, “আমরা ইউক্রেনকে মস্কোভাকে লক্ষ্যবস্তু করতে এটির সুনির্দিষ্ট অবস্থানের কোনও তথ্য সরবরাহ করিনি। আমরা ইউক্রেনীয়দের জাহাজে হামলার সিদ্ধান্তে কিংবা তারা যে অভিযান চালিয়েছিল তাতে জড়িত ছিলাম না।”

তিনি আরও বলেন, “যুদ্ধজাহাজটিকে লক্ষ্যবস্তু করার জন্য ইউক্রেনের অভিপ্রায় সম্পর্কে আমাদের কোনও পূর্ব জ্ঞান ছিল না। ইউক্রেনীয়দের রাশিয়ান নৌ জাহাজগুলোকে ট্র্যাক করতে এবং লক্ষ্যবস্তু করার জন্য তাদের নিজস্ব বুদ্ধিমত্তার ক্ষমতা রয়েছে, যেমনটি তারা এই ক্ষেত্রে করেছিল।”

জন কিরবি এই বক্তব্য বেশ কয়েকজন সাংবাদিক টুইটারে শেয়ার করেছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক গণমাধ্যম ‘আল-জাজিরা’।

উল্লেখ্য, মার্কিন সংবাদ মাধ্যম ‘এনবিসি নিউজ’র প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, “ইউক্রেনীয় বাহিনী মার্কিন গোয়েন্দাদের কাছে ওডেসার দক্ষিণে কৃষ্ণ সাগরে একটি জাহাজ যাওয়ার বিষয়ে জানতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্র ওই জাহাজকে মস্কোভা হিসেবে চিহ্নিত করে এবং এর অবস্থান নিশ্চিত করতে সহায়তা করে। তারপরই ইউক্রেনীয়রা জাহাজটিকে লক্ষ্যবস্তু করে ও সেটিতে হামলার ঘটনা ঘটে।”

তবে ওই কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র আগে থেকে জানত না যে ইউক্রেন মস্কোভাকে লক্ষ্যবস্তু করতে যাচ্ছে। সূত্র: আল-জাজিরা

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা