• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

আমাদের ভূখণ্ডে হামলার প্রস্তুতি নিচ্ছে পশ্চিমারা : পুতিন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৯ মে ২০২২  

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে জয়লাভের ৭৭তম বার্ষিকী উদযাপনের প্যারেড অনুষ্ঠানে বড় কোনও ঘোষণা ছাড়াই বক্তব্য শেষ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ধারণা করা হচ্ছিল, ইউক্রেন ইস্যুতে এদিন আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করবেন তিনি।

আজ সোমবার (০৯ মে) হাজারো রুশ সেনাদের উপস্থিতিতে প্রতিবারের মতো এবারও ঐতিহাসিক রেড স্কয়ারে বক্তব্য রাখেন পুতিন। এদিন দ্রুত মঞ্চে উঠতে দেখা যায় তাকে। এরপরই দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন। একইসঙ্গে ইউক্রেন যুদ্ধে নিহত রুশ যোদ্ধাদের প্রতি শোক জানান পুতিন। বিজয় দিবসে উপস্থিত প্রবীণদের অভিনন্দন জানান। নিজ দেশের যোদ্ধাদের উদ্দেশে প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘তারা রাশিয়ার নিরাপত্তার জন্য লড়াই করছে’।

ভাষণে রুশ প্রেসিডেন্ট বলেন, 'ইউক্রেনের আক্রমণ প্রয়োজনীয় ও সময়োপযোগী। একটি দেশের স্বাধীন, শক্তিশালী, সার্বভৌম দেশের সঠিক সিদ্ধান্ত'।

এসময় পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, ‘পশ্চিমারা রাশিয়ার কথা শুনতে চাইনি। তাদের অন্য পরিকল্পনা ছিল। এখন আমাদের ভূখণ্ডে হামলার পরিকল্পনা নিচ্ছে পশ্চিমারা’।

বক্তব্য শেষে মঞ্চ থেকে নামার পরই রেড স্কয়ারে কুচকাওয়াজ শুরু করে বিশাল পদাতিক বাহিনী।

প্রতি বছর ৯ মে বিজয় দিবস উদযাপন করে রাশিয়া। ১৯৪৫ সালের এই দিনে রাশিয়ার কাছে আত্মসমর্পণ করে তৎকালীন নাৎসি জার্মানি। তবে ইউক্রেন যুদ্ধের বাস্তবতায় এবার দিবসটি পালনের প্রেক্ষিত ভিন্ন রকমের।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা