• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

দোনেৎস্কে দুই রুশ কমান্ডার নিহত

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৫ মে ২০২৩  

পূর্ব ইউক্রেনে রাশিয়ার দুই সিনিয়র সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। তারা হলেন, কর্নেল ভ্যাচেস্লাভ মাকারভ ও কর্নেল ইয়েভজেনি ব্রভকো।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার (১৪ মে) এ তথ্য জানিয়েছে। খবর সিএনএন। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, দোনেৎস্ক অঞ্চলের সৈন্যদের নেতৃত্ব দেওয়ার সময় যুদ্ধে তারা মারা যান। তবে ওই কর্মকর্তারা ঠিক কবে এবং কীভাবে মারা গেছেন সে বিষয়ে কিছু জানায়নি মন্ত্রণালয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে বলা হয়েছে, চতুর্থ মোটরচালিত রাইফেল ব্রিগেডের কমান্ডার কর্নেল ভ্যাচেস্লাভ মাকারভ সর্বাগ্রে ছিলেন। তিনি ব্যক্তিগতভাবে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন।

ইয়েভজেনি ব্রভকো সামরিক-রাজনৈতিক কাজের জন্য সেনা কর্পসের ডেপুটি কমান্ডার। তিনি শত্রুর আক্রমণ প্রতিহত করতে সৈন্যদের নেতৃত্ব দিচ্ছিলেন। একাধিক ছুরির আঘাতে বীরত্বের সঙ্গে তিনি মারা যান।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা