• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

এক লাখ ২৫ হাজার বছরের উষ্ণতার রেকর্ড ভাঙলো যে মাস

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৩  

চলতি বছরের অক্টোবর মাস বিগত এক লাখ ২৫ হাজার বছরের মধ্যে সবচেয়ে বেশি উষ্ণতম মাসের রেকর্ড করেছে। লাখো বছরের দীর্ঘ এই ইতিহাসে কোনো অক্টোবর মাসই এত উষ্ণ ছিল না বলে জানিয়েছেন পরিবেশ বিজ্ঞানীরা।

ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (থ্রিসিএস) এই তথ্য জানিয়েছে।

থ্রিসিএস জানায়, ২০২৩ সালের অক্টোবর মাসে সারাবিশ্বের গড় উষ্ণতা আগের যে কোনো অক্টোবর মাসের চেয়ে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

প্রতিবেদনে বলা হয়, এক লাখ ২৫ হাজার বছরের মধ্যে আর কোনো বছরই এবারের অক্টোবর মাসের মতো এত উত্তপ্ত ছিল না।

বিজ্ঞানীরা মনে করেন, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে বৈশ্বিক উষ্ণতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে আবহাওয়া চরম রূপ নিচ্ছে। প্রায় নিয়মিত বিরতিতে ঝড়ের তাণ্ডবের মূল কারণ হিসেবে বৈশ্বিক উষ্ণতার কথাই উল্লেখ করছেন বিজ্ঞানীরা।

এদিকে চলতি বছর চরম গরমের পাশাপাশি বিশ্বের বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টিও হয়েছে। এছাড়া সেপ্টেম্বর মাসেও ছিল চরম উষ্ণ। তবে সব ছাড়িয়ে গেছে এবারের অক্টোবর।

অক্টোবরেই গ্রিসে ঘূর্ণিঝড় ড্যানিয়েলের তাণ্ডব চলেছে, তার সঙ্গে পাল্লা দিয়ে প্রবল বৃষ্টির কারণে বন্যাও হয়েছে। এই অক্টোবরেই সুনামির মতো ভয়াবহ বন্যা হয় লিবিয়াতেও। এতে বিপর্যস্ত হয়েছে লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর ডার্না, কয়েক হাজার মানুষের প্রাণও কেড়ে নিয়েছে এই বন্যা। 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা