• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

স্যুটকেসে মিললো ক্যান্সারের জীবাণু

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩  

বিশ্বে প্রতিবছর বহু মানুষ মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এবার ক্যান্সার নিয়ে ভয়াবহ তথ্য জানিয়েছে হংকংভিত্তিক ভোগ্যপণ্য নজরদারি প্রতিষ্ঠান দ্য কনজ্যুমার কাউন্সিলর।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) প্রতিষ্ঠানটি জানিয়েছে, বেশ কয়েকটি ব্র্যান্ডের স্যুটকেসে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পাওয়া গেছে। এসব রাসায়নিক শিশু, নারী ও পুরুষ—সবার জন্য ক্ষতিকর হতে পারে। তাই স্যুটকেসগুলো ধরার পর হাত ভালোভাবে ধুয়ে ফেলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

প্রতিষ্ঠানটির আরো জানিয়েছে, এরইমধ্যে ১৫টি স্যুটকেসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে একটি ব্র্যান্ডের স্যুটকেসে ইউরোপীয় ইউনিয়নের নির্ধারণ করে দেয়া সীমার চেয়ে ৪৫ গুণ বেশি ডিইএইচপি নামের একটি রাসায়নিক পাওয়া গেছে। আরেকটিতে পাওয়া গেছে উচ্চ মাত্রায় পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনস।

এ নিয়ে গবেষণার পর বিজ্ঞানীরা জানান, ডিইএইচপি শিশুদের স্বাভাবিক বৃদ্ধিতে বাধা হয়ে দাঁড়াতে পারে। ক্ষতি করতে পারে পুরুষের প্রজনন ক্ষমতার। এ ছাড়া গর্ভবতী নারীর ভ্রূণের বেড়ে ওঠার ওপর প্রভাব ফেলতে পারে এই রাসায়নিক।

এছাড়াও প্যারিস ব্র্যান্ডের একটি স্যুটকেসে ডিইএইচপি রাসায়নিক ৪ দশমিক ৬ শতাংশ পাওয়া গেছে। তবে ডেলসে প্যারিস বলেছে, একই মডেলের একটি স্যুটকেস পরীক্ষা করে ডিইএইচপি পায়নি তারা।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা