• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

চশমা বদলাতে হবে বুঝবেন যেভাবে

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২১  

চশমা সাধারণত নষ্ট না হয়ে গেলে বদলানো হয় না। ফলে একই চশমা দীর্ঘদিন ব্যবহার করেন বেশিরভাগ মানুষ। এতে চোখের নানা সমস্যা হয়। তবে মাঝে মাঝে শরীর আপনাকে জানান দেবে, এবার সময় এসেছে চশমা বদলানোর।

চশমা বদলাবেন কখন?

১. অনেকসময়ে চশমা পরে থাকলেও দৃষ্টি ঝাপসা হয়ে আসে। মাঝে মাঝেই এমন সমস্যা দেখা দিলে চশমা বদলানোর জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

২. চশমা থাকা সত্ত্বেও যাদের প্রায় প্রায় মাথাব্যথা হয়, তারা বিষয়টি এড়িয়ে যাবেন না। চোখের পাওয়ার বদলে গেলে মাথাব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মেনে চশমা বদলে ফেলুন।

৩. বই পড়ার সময়ে বা কোনও কিছু দেখার সময়ে অনেকক্ষেত্রে চোখ ক্লান্ত হয়ে আসে। প্রায় এমন হতে থাকলে, অতি অবশ্যই চশমা বদলানোর কথা ভাবুন।

৪. মাঝে মাঝে অনেকেই একটি বস্তুকে দু’টি করে দেখেন। চোখের পাওয়ার বাড়লে এমন ‘ডাবল ভিশন’-এর সমস্যা দেখা দিতে পারে। ঘন ঘন এমন সমস্যা দেখা দিলে, দ্রুত চশমা বদলে ফেলা উচিত।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা