• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

আপেল অনেক উপকারি, বেশি খেলে ক্ষতি

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩  

নেপাল রাজধানী কাঠমান্ডুতে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।

রোববার (২২ অক্টোবর) সকাল ৭টা ৩৯ মিনিটে কাঠমান্ডুসহ আশেপাশের অঞ্চলে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে দেশটির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।  

তারা জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ধাদিং জেলায়। এই ভূকম্পন বাগমতি ও গানদাকি প্রদেশের কয়েকটি জেলাতেও অনুভূত হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, নেপালে ভূমিকম্প একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। নেপাল সরকারের হিসাবে দেশটি পৃথিবীর ১১তম ভূমিকম্পপ্রবণ এলাকা। এর কারণ তিব্বতীয় ও ভারতীয় টেকটনিক প্লেটের ভাঁজে নেপালের অবস্থান। এই প্লেট দুটি প্রতি শতাব্দীতে দুই মিটার করে এগিয়ে আসছে। সেই চাপেই নেপালে ভূমিকম্প হচ্ছে।

২০১৫ সালে নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে অন্তত ৯ হাজার মানুষের মৃত্যু হয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা