• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

খুঁটিনাটিতে লেগে যাচ্ছে ঝগড়া? সমাধান হতে পারে সহজে

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৩  

সুন্দর সম্পর্ক সবসময়ই প্রশান্তি আনে মনে। সবাই একটা সুস্থ ও সুন্দর মনমানসিকতার মানুষকে নিজের জীবনে জড়াতে করতে চান। তবে এখন কর্ম ব্যস্ততার যুগে সম্পর্ক বাঁচিয়ে রাখা বড়ই কঠিন হয়ে পড়েছে। সেক্ষেত্রে সম্পর্ক বাঁচাতে কিছু বিশেষ দিকে নজর দিতেই হয়। সর্বোপরি নিজের দোষ-ত্রুটির দিকে লক্ষ্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্পর্কে থাকতে গেলে, নিজের দিকে নজর দেওয়ার প্রয়োজন। নিজের কারণে অন্যদের অসুবিধা সৃষ্টি হচ্ছে কি না তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশিরভাগ ক্ষেত্রে আমরা নিজেদের দোষ না দেখে সম্পর্কের অপর প্রান্তের মানুষটির ভুল দেখে থাকি। এই সমস্যাই একটি সুস্থ সম্পর্ককে অসুস্থ করতে পারে। এক্ষেত্রে সঙ্গীর সমস্যা শোনা এবং বোঝা একটি সুস্থ সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করে। সঙ্গীর মনে কী চলছে তা জানা সম্পর্ক টিকিয়ে রাখতে অত্যন্ত প্রয়োজনীয় বিষয়।

কখনো কখনো আমরা যা চাই তা নাও পেতে পারি - এই জাতীয় পরিস্থিতি কীভাবে মোকাবেলা করতে হয় তা না জানলে সম্পর্কে মারাত্মক ক্ষতি হতে পারে। এছাড়া সব সমস্যার বোঝা সঙ্গীর উপরে চাপিয়ে দেওয়া মারাত্মক ভুল। সব ঝামেলার কারণ অপর প্রান্তের সঙ্গী হতে পারে না। সেক্ষেত্রে সমস্যাটি অন্বেষণ করে বিশ্লেষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিজের দোষ-ত্রুটিও শিকার করে সেই ত্রুটি যাতে আর না থাকে তার দিকে লক্ষ্য রাখতে হবে। এবং অপর প্রান্তের মানুষটিকেও ঠান্ডা মাথায় তার ভুল বোঝানোর ক্ষমতা থাকতে হবে। আবেগ নিয়ন্ত্রণ করে ঝামেলা এড়িয়ে একে অপরের আক্ষেপগুলো শোনার ধৈর্য রাখলেই একটি মধুর সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা