• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

দুদক কর্মকর্তাকে ঘুষ দিতে গিয়ে আনসার কমান্ড্যান্ট গ্রেপ্তার

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০১৯  

দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তাকে ঘুষ দিতে গিয়ে গ্রেপ্তার হলেন আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. আশিকুর রহমান। আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে চট্টগ্রামের আগ্রাবাদে দুদক কার্যালয়ে এ ঘটনা ঘটে।

মো. আশিকুর রহমান বর্তমানে নীলফামারীর আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট হিসেবে কর্মরত। দুদক সূত্র জানায়, বান্দরবানের লামায় কর্মরত থাকা অবস্থায় প্রায় ১২ লাখ টাকার সংস্কারকাজের অনিয়মের অভিযোগ ওঠে মো. আশিকুর রহমানের বিরুদ্ধে। ওই অভিযোগের তদন্ত শুরু করে দুদক। আজ বৃহস্পতিবার আগ্রাবাদ কার্যালয়ে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা ও দুদকের উপসহকারী পরিচালক জাফর সিদ্দিক শিবলীকে এক লাখ টাকা ঘুষ দেওয়ার চেষ্টা করেন আশিকুর রহমান। 


দুদক কর্মকর্তা জাফর সিদ্দিক শিবলী প্রথম আলোকে বলেন, ‘আশিকুর রহমান এক লাখ টাকা দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাই। এরপর একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘুষের এক লাখ টাকাসহ আশিকুর রহমানকে গ্রেপ্তার করি।’ 

জাফর সিদ্দিক আরও বলেন, বান্দরবানের লামায় কর্মরত থাকা অবস্থায় আশিকুর রহমানের বিরুদ্ধে ১২ লাখ টাকার সংস্কারকাজে দুর্নীতির অভিযোগ উঠেছিল। ওই অভিযোগের তদন্ত চলছে। এর মধ্যে তিনি ঘুষ দিতে এলেন। তাঁর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা