• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ভালোবাসা দিবসে বইমেলায় প্রাণের আবেগ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০১৯  

তুমি, আমি; আমি, তুমি- এক হয়ে যাওয়ার দিন। যেদিনে প্রিয়জনের চোখে চোখ রেখে, হাত ধরে খুব সহজেই বলে দেওয়া যায়- ‘আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ’। এমন আবেগে ভেসেই শুরু হলো ভালোবাসা দিবসের গ্রন্থমেলা।  

একটি দিন ছিল শুধুই ভালোবাসার। প্রিয়জনকে ‘অজানা সাধনে’ পাওয়ার। আর সেই দিনটিতেই ভালোবাসার রঙ লালে অনন্য রঙিন হয়ে উঠলো অমর একুশে বইমেলার সবটুকু অংশ।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসার মধুর সমর্পণে আবিষ্ট হয়ে গ্রন্থমেলার দ্বার খোলা হয় বিকেলে ৩টায়। ফাগুনের আগুনরাঙা দ্বিতীয় দিনে তীব্র রোদ উপেক্ষা করেও বইমেলা প্রাঙ্গণে ভালোবাসা দিবসে তারুণ্যের উন্মাদনা ছিল লক্ষ করার মতো। প্রিয় মানুষটিকে ভালোবেসে তারা উপহার দিতে শুরু করেছেন কবিতার বই। আর এদিন সবাই যেন ঠিক করে এসেছিলেন প্রিয়জনকে দেখামাত্র কবি নির্মলেন্দু গুণের মতো করে বলে দেবেন- ‘স্ট্রেটকাট ভালোবাসি...’।

মেলা প্রাঙ্গণে কথা হয় পরনে লাল শাড়ি আর খোঁপায় রক্তরাঙা গোলাপ নিয়ে প্রিয় মানুষটির সঙ্গে ঘুরতে আসা হাদিয়া মুবাশশারার সঙ্গে। তিনি বলেন, প্রতিদিনই বইমেলায় আসি। তবে আজ একটু স্পেশাল, ভালোবাসার মানুষটির সঙ্গে এসেছি। অনেক বই কিনবো বলেও ইচ্ছে আছে আজ।

তার সঙ্গে থাকা লাল পাঞ্জাবি পরা ইমরান হোসেন বলেন, সকাল থেকেই ঘুরছি। এবার প্রিয় মানুষটিকে ভালোবেসে বই উপহার দেওয়ার পালা।

বইমেলায় এদিন গল্প, আড্ডা আর মিষ্টি খুনসুটিতে প্রতিটি যুগল কাটাবে অনিন্দ্যসুন্দর একটি দিন। ১লা ফাল্গুনের পর ভালোবাসা দিবসেও বইমেলা সরব হবে বলে আশা করছে প্রকাশকরা।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা