• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

শরণখোলায় মানবাধিকার কমিশনের কমিটি নিয়ে বিরোধ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০১৯  

বাগেরহাটের শরণখোলায় আকস্মিকভাবে বাংলাদেশ মানবাধিকার কমিশনের নামে শরণখোলা উপজেলা শাখার পাল্টা একটি গোপন কমিটি গঠন নিয়ে বিরোধ দেখা দিয়েছে। এতে বৈধভাবে অনুমোদন প্রাপ্ত মানবাধিকার কমিশনের কমিটির সদস্যদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে শান্তি শৃঙ্খলা বিঘিœত হওয়ার আশংকা দেখা দিয়েছে। এ অপকর্মের সাথে উপজেলার আমড়াগাছিয়া এলাকার বাসিন্দা মৃত: খবির উদ্দিন ফরাজীর ছেলে ও আকন্দপাড়া দাখিল মাদ্রাসার মৌলভী জামাত নেতা প্রতারক মো. নুর হোসেন ফরাজী (৪৮) জড়িত রয়েছে বলে মানবাধিকার কমিশনের শরণখোলা উপজেলা শাখার বর্তমান কমিটির সভাপতি এম.ডি মোতাসিম বিল্লাহ মাশুক কমিশন কাযালয়ে ২৪ জানুয়ারী (বৃহস্পতিবার) দুপুরে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন দাবী করেন। তিনি আরও বলেন, নুর হোসেন ফরাজীকে ২০১৬ সালে বিভিন্ন অনিয়ম দূর্নীতি ও নানা অপকর্মের অভিযোগে শরণখোলা উপজেলা শাখার অত্র কমিটি হতে অব্যহতি প্রদান করা হয়। এতে নুর হোসেন ক্ষিপ্ত হয়ে হীনস্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহলের ইন্ধনে জেলা কমিটির দু-একজন কর্মকর্তাকে ভুল বুঝিয়ে নিয়ম বর্হিভূতভাবে গোপনে একটি পাল্টা কমিটি করায় কমিশনের সু-নাম ও সুখ্যাতি নষ্ট হচ্ছে। বর্তমানে ওই প্রতারক নিজেকে কমিশনের উপজেলা কমিটির সেক্রেটারী পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ধোকা দিচ্ছে। ওই কমিটিতে রাজৈর গ্রামের বাসিন্দা মৃত: মতিয়ার রহামান তালুকদারের ছেলে ব্যবসায়ী মো. মোস্তফা তালুকদার (৫০)কে সভাপতি দেখানো হলেও অধিকাংশ সদস্যরা নতুন কমিটি সম্পর্কে অবগত নন। এছাড়া নুর হোসেন নিজে একাধিক মামলার আসামী থাকায় তার বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ড ঢাকতে সংগঠনটিতে অর্ন্তভূক্ত হয়ে নানা অপকর্ম আড়াল করতে চাইছেন। তার এহেন কর্মকান্ডের কারণে বর্তমান কমিটির সদস্যদের ভাবমুর্তি ক্ষুন্ন হওয়ার পাশাপাশি সংগঠনের চলমান কাজকর্ম ব্যহত হচ্ছে।  নুর হোসেন নিজে অনিয়ম দুর্নীতি, চাঁদাবাজী, জাল-জালিয়াতী, প্রতারণা আশ্রয় নেয়ার পাশাপাশি বহু অপকর্মের সাথে লিপ্ত থেকে দেশ ও জাতির ক্ষতি করে চললেও তার লাগাম টানতে পারছে না কেউ। ইতিপূর্বে তিনি আকন্দপাড়া দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের ভাড়া করে তার পিতার নামে প্রতিষ্ঠিত অস্তিত্বহীন হোগলপাতি খবির উদ্দিন স্মৃতি এবতেদায়ী মাদ্রাসার নামে ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ করিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। এছাড়া তিনি ওই খবির উদ্দিন স্মৃতি এবতেদায়ী মাদ্রাসার সুপার সেজে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে স্থানীয়দের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়েছেন এবং জাল-জালিয়াতি করে জমি দখল করাই তার নেশা ও পেশা। বর্তমানে তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। বিভিন্ন মামলায় কয়েকবার হাজত বাস করলেও কিছুতেই তার প্রতারণা বন্ধ করা যাচ্ছে না। তাই সংবাদ সম্মেলনে মাশুক বাংলাদেশ মানবাধিকার কমিশনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অচিরেই গোপন ওই কমিটি বাতিলের জন্য জোর দাবী জানান। অন্যথায় নুর হোসেন সহ কমিটির সংশ্লিষ্টদের বিরুদ্ধে শীঘ্রই আইনগত পদক্ষেপ নেয়ার ঘোষণা দেন মাশুক

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা