• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাল্যবিবাহ করার অপরাধে ভ্রাম্যমান আদালতে প্রভাষকের সাজা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০১৯  

বাগেরহাটের ফকিরহাটে অপ্রাপ্তবয়স্ক কলেজ ছাত্রীকে প্রভাষক কর্তৃক বাল্যবিবাহ করার অপরাধে ভ্রাম্যমান আদালতে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর (৮) ধারা আইনে শশুর ও জামাতা-কে সাজা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে লখপুর আলহাজ¦ আম্বিয়া ইসহাক কলেজিয়েট র্গালস স্কুলে এঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কয়রা উপজেলার সাতবাড়িয়া গ্রামের ব্রজেশ^র সরকারের পুত্র ও উক্ত কলেজের বাংলা বিভাগের প্রভাষক জয়ন্ত কুমার সরকার একই কলেজের ছাত্রী তনুশ্রী কর্মকারকে গত ২২জানুয়ারী রাতে তার চুলকাঠিস্থ নিজ বাড়িতে পারিবারিক ভাবে বিবাহ অনুষ্ঠিত হয়। কিন্তু কন্যার বয়স ১৮বছর পূর্ণ হতে সাড়ে ৯মাস বাকি থাকায় কলেজ কর্তৃপক্ষ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ শাহানাজ পারভীন-কে অবগত করেন। সে সময় তিনি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রহিমা সুলতানা বুশরা-কে নির্দ্দেশ প্রদান করলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেড উপস্থিত স্বাক্ষী প্রমানের ভিত্তি-তে প্রভাষক জয়ন্ত কুমার সরকার ও কন্যার পিতা কৃষ্ণপদ কর্মকারকে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এর (৮) ধারা মোতাবেক শশুর ও জামাতা-কে নগত ১০হাজার করে মোট ২০হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে ১৫দিনে সাজা প্রদান করেন। 


 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা