• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

কচুয়ায় জরুরী মৎস্য খাদ্য সহায়তা প্রদান

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৭ মে ২০২১  

কচুয়ায় করোনা ভাইরাস ও বন্যায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষীদের জরুরী মৎস্য খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে একশ চাষীকে একশ কেজি চিংড়ি মাছের খাবার ও নগদ একহাজার টাকা করে এ সহায়তা প্রদান করা হয়।

কমিউনিটি- বেসড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এন্ড একুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এ সহায়তা প্রদান করা হয়।

সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও মৎস্য অধিদপ্তর এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাস্তবায়নে এ সহায়তা প্রদান অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা এএসএম. রাসেল, উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, খুলনা বিভাগের সহকারী পরিচালক রাজকুমার বিশ্বাস, প্রকল্প পরিচালক সমীর কুমার সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দেবেন্দ্র নাথ সরকার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল,এফএও-বিডি প্রতিনিধি রফিকুল ইসলাম খান,মাসুদুর রহমান,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা