• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হলেন বাগেরহাটের কৃতি সন্তান

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৫ জুন ২০২১  

বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হলেন বাগেরহাটের কৃতি সন্তান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি, জিডি(পি)। বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান তিনি ।

বাগেরহাটের কৃতি সন্তান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি, জিডি(পি)কে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান নিযুক্ত করায় কচুয়াবাসি গর্বিত।

গোপালপুর গ্রামের সম্ভ্রান্ত পরিবারের মরহুম আজাহারুল ইসলাম এর ৮ ছেলে-মেয়ের মধ্যে কনিষ্ঠ পুত্র তিনি। তাঁর বাবা মরহুম আজাহারুল ইসলাম সরকারী চাকুরী করতেন। ১৯৮১ সালে অবসর গ্রহনের পর ১৯৯৪ সালের ডিসেম্বর মাসে তিনি মৃত্যুবরণ করেন।

কচুয়ার কৃতি সন্তান বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান নিযুক্ত হওয়ায় বাগেরহাট টুয়েন্টি ফোর ডট কম ও কচুয়া প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাগেরহাট টুয়েন্টি ফোর ডট কম এর সম্পাদক ও প্রকাশক এবং কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, সাবেক সভাপতি তুষার রায় রনি, সহ-সভাপতি সমির বরণ পাইক, সাধারন সম্পাদক কাজী সাইদুজ্জামান সাইদ, যুগ্ম সাধারন সম্পাদক সুপার্থ কুমার মন্ডল, অর্থ সম্পাদক রথিন্দ্র নাথ সাহা, নির্বাহী সদস্য শুভংকর দাস বাচ্চু,খান সুমন, প্রদ্যুৎ কুমার মন্ডল সহ সকল সদস্যবৃন্দ।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা