• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে করোনায় নতুন আক্রান্ত ৪২, সদরে ১৫

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৫ জুন ২০২১  

বাগেরহাটে নতুন করে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে শুধু বাগেরহাট সদর উপজেলায়ই শনাক্ত হয়েছেন ১৫ জন। বাগেরহাটের সিভিল সার্জন কে এম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সদর উপজেলায় ২১ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এই হিসাবে শনাক্তের হার ৭১ দশমিক ৪১ শতাংশ।

সদর উপজেলার পরই রয়েছে ফকিরহাটের অবস্থান। সেখানে ৩৬ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ দশমিক ৩৩ শতাংশ।

মোংলায় ৩২ জনের নমুনা পরীক্ষায় ৭ জন, মোরেলগঞ্জে ২৩ জনের নমুনা পরীক্ষায় ৫ জন এবং চিতলমারী উপজেলায় ৮ জনের নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এই নিয়ে বাগেরহাটে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৭৯৪। জেলায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৭৩ জন।

জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন দুই হাজার ৩৪ জন। বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৭৬০ জন।

এদিকে, জেলায় বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে সাত দিনের কঠোর লকডাউন।

সকাল থেকেই জেলা সদরের প্রতিটি মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা গেছে। বাগেরহাট পৌর এলাকাজুড়ে টহল দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের দুটি দল।

জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো ছাড়া লকডাউনের প্রথম দিনে জেলায় সব ধরনের যাত্রীবাহী গণপরিবহন ও দোকানপাট বন্ধ ছিল।

বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ‘জেলাজুড়ে কঠোর লকডাউনের প্রথম দিনে জনসাধারণের মাঝে করোনা সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি মেনে চলতে জেলা প্রশাসন ছিল কঠোর অবস্থানে। অপ্রয়োজনে ঘর থেকে কেউ বের হলে তাকে প্রয়োজনে জরিমানা করা হবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা