• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোরেলগঞ্জে লকডাউনে কঠোর অবস্থানে প্রশাসন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৫ জুন ২০২১  

প্রশাসনের কঠোর নজরদারি ও পৌর মেয়রের দৃঢ় পদক্ষেপে মোরেলগঞ্জে বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউন চলছে। মহামারি করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় জেলা প্রশাসকের নির্দেশে এ লকডাউন।


সকাল থেকে নব্বইরশি বাসস্ট্যান্ড, সোলমবাড়িয়া- বাসস্ট্যান্ড, কাপুরিয়া পট্টি, মোরেলগঞ্জ-শরণখোলা-বাগেরহাট মহাসড়কের সকল প্রকার যাত্রীবাহি বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। পৌরবাজারে কোন যানবাহন ঢুকতে দেয়া হচ্ছেনা। বাজারের বিভিন্ন পয়েন্টে বাশঁ দিয়ে বেরিকেট দেয়া হয়েছে। সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ প্রশাসন। ব্যবসা প্রতিষ্ঠান, বিপনন কেন্দ্রগুলো বন্ধ রাখা হয়েছে। ওষুধ ও কাঁচাবাজার খোলা থাকলেও জনসাধারণের উপস্থিতি ছিলো খুবই কম। পৌর সভার পক্ষ থেকে করোনায় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মাইকিং অব্যাহত রয়েছে। বাজারে ছিটানো হচ্ছে জীবাননাশক স্প্রে।


উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে করোনা সচেতনতায় জনসাধারণের মাঝে মাস্ক ব্যবহার করনীয় বিষয় প্রচারণা অব্যাহত রয়েছে বলে উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি জানান। তাছাড়া করোনা মোকাবেলায় মাঠ পর্যায়ে ১০ জন চিকিৎসক, ২৮জন স্বাস্থ্য সহকারি, স্বাস্থ্য পরিদর্শক, সিএইচসিপি কর্মীরা সার্বক্ষনিক কাজ করছেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা