• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বন কর্মকর্তার বদলীতে এলাকাবাসীর মাঝে স্বস্তি !

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৬ জুন ২০২১  

অবশেষে সুন্দরবনের দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সেই বন কর্মকর্তাকে বদলী করা হয়েছে। প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে পূর্ব-সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীনের এ বদলীর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বন-বিভাগ সূত্র জানায়, প্রধান বন সংরক্ষক স্বাক্ষরিত ৭০৬ নং স্মারকের এক অফিস আদেশে জয়নালকে আগামী সাত কর্ম দিবসের মধ্যে (নবাগত) সহকারী বন-সংরক্ষক (এসিএফ) ৩৮বিসিএস (বন-ক্যাড়ার) সামছুল আরিফিনের নিকট দ্বায়িত্ব বুঝিয়ে দিতে বলা হয়েছে। অপরদিকে, জয়নালের বদলীর খবর সুন্দরবন-সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়লে নির্যাতিত পেশাজীবিসহ সাধারণ মানুষের মাঝে অনেকটা স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয় পেশাজীবিদের কয়েকজন বলেন, জয়নাল আবেদীন ২০১৮ সালে নন-ক্যাড়ার (এসিএফ) হিসেবে সুন্দরবনের শরণখোলা রেঞ্জে যোগদান করেন। তার কয়েক মাস পর থেকে বন সংলগ্ন সোনাতলা, বকুলতলা, শরণখোলা, বগী, তেরাবেকা, চালিতা বুনিয়া, গাবতলা সহ বিভিন্ন এলাকার বন্যপ্রানী এবং বনজ সম্পদ পাচারকারী চক্রের সদস্যদের সাথে গোপনে গভীর সখ্যতা গড়ে তুলে নানা অপকর্মে জড়িয়ে অর্থ-বানিজ্যে মেতে ওঠেন। যার ফলে তার সময়ে ব্যাপকভাবে বাঘ, হরিণসহ বিভিন্ন বন্য প্রাণী নিধনের পাশাপাশি বিশ প্রয়োগে সুন্দরবনের নিষিদ্ধ এলাকায় অবাধে মাছ শিকারের মহোৎসব শুরু হয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা