• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

চিতলমারীতে লকডাউনের তৃতীয় দিনেও কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৭ জুন ২০২১  

বাগেরহাট জেলাব্যাপী করোনার প্রভাব বেড়ে যাওয়ায় জেলা প্রশাসনের নির্দেশে চিতলমারীতে লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউনের তৃতীয় দিন শনিবারও (২৬ জুন) কঠোর অবস্থানে ছিল উপজেলা প্রশাসন। ঘোষণা অনুযায়ী আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত এ লকডাউন চলবে।

লকডাউনের তৃতীয় দিন শনিবার চিতলমারী উপজেলা সদরের বাজারের সাপ্তাহিক হাটেরদিন ছিল। দুপুর ৩টার মধ্যে প্রশাসন সদরের বিভিন্ন পয়েন্টের লোকজনকে সরিয়ে দোকানপাট বন্ধ করে দেন। এ সময় সরকারী আইন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ টি মামলায় ২ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, সম্প্রতি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্যসুরক্ষা
নিশ্চিত করতে জেলা প্রশাসকের জারী করা লকডাউন চলছে। তা বাস্তবায়ন করতে আমরা কঠোর অবস্থানে মাঠে রয়েছি।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা