• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বিধি-নিষেধ লঙ্ঘনের অভিযোগে বাগেরহাটে ৪৯ জনের অর্থদণ্ড

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৩ জুলাই ২০২১  

সরকারি ঘোষিত কঠোর বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে বাগেরহাটে ৪৯ জনকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছ থেকে ২৪ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা গতকাল রবিবার (১২ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার ৯ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

এদিকে, বাগেরহাটে কঠোর বিধি-নিষেধ উপেক্ষা করতে দেখা গেছে অনেক মানুষকে। জেলাসদরসহ বিভিন্ন উপজেলার বাজারগুলোতে নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। গণপরিবহন বন্ধ থাকলেও মানুষ রিকশা-ভ্যান ও ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে চলাচল করেছে।  অনেক মানুষকে আড্ডা দিতেও দেখা গেছে বিভিন্ন অলিগলিতে।

বিধি-নিষেধের ১২তম দিন আজ সোমবার জেলার বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন  নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. শাহীনুজ্জামান বলেন, সরকারি বিধি-নিষেধ কার্যকর করতে প্রতিদিন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছেন। অভিযান চলাকালে বিধিনিষেধ লঙ্ঘন করলে আইনের আওতায় আনা হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় ১২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযান চলাকালে ৪৯ জনকে ২৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। এসময় তাদের বিরুদ্ধে ৪৪টি মামলা দায়ের করা হয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা