• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটের বেতাগায় জমে উঠেছে পশুর হাট

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৮ জুলাই ২০২১  

বাগেরহাটের ফকিরহাটে জমে উঠেছে বেতাগা পশুর হাট। শনিবার (১৭ জুলাই) সকাল থেকেই হাটে দেশি-বিদেশি নানা জাতের গরুর পাশাপাশি ছাগল ও মহিষ বিক্রি হচ্ছে। তবে করোনাকালীন স্বাস্থ্যবিধির বিষয়টি মানছেন না ক্রেতা-বিক্রেতাসহ দর্শনার্থীরা। প্রশাসন কর্তৃক জরিমানার পরেও পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা যাচ্ছে না বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম।

দুপুরে বাগেরহাট জেলার সব থেকে বড় পশুর হাট ফকিরহাটের বেতাগায় প্রচুর গরু ও মানুষের ভিড় দেখা যায়। ক্রয়-বিক্রয়ও ছিল ভালো। বড় বড় গরুর পাশাপাশি ছাগল, মহিষও ছিল হাটে। কেউ ক্রয় করে নিয়ে যাচ্ছেন, আবার কেউ বিক্রির জন্য হাটে নিয়ে আসছেন। কেউ আবার অপেক্ষায় কাঙ্খিত দামে আদরের পশু বিক্রির। উপজেলা প্রশাসন ও ইজারাদারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে মাইকিং করা হচ্ছে। তারপরও স্বাস্থ্যবিধি মানছেন না কেউ। পশু ক্রয়-বিক্রয়ের পরে পাশ পারমিট গ্রহণের ঘরেও ছিল উপচে পড়া ভিড়। 
 
হাটে গরু বিক্রি করতে আসা গৃহস্থ মো. ইব্রাহিম শেখ বলেন, ৬ ও ৭ মণ ওজনের ২টি ষাঁড় নিয়ে এসেছি। ক্রেতারা গরু দেখলেও, উপযুক্ত দাম বলছেন না। উপযুক্ত দাম পেলে বিক্রি করে দেব বলে জানান তিনি।

 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা