• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

পথহারা বৃদ্ধকে পরিবারের কাছে ফিরিয়ে দিলো কচুয়া থানা পুলিশ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২২ জুলাই ২০২১  

পথহারা এক বৃদ্ধকে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন কচুয়া থানার ওসি মো.মনিরুল ইসলাম। মঙ্গলবার দুপুরে ওই বৃদ্ধের স্বজনদের কাছে তুলে দেন ওসি।

সোমবার সন্ধ্যায় থানার সামনে পথহারা এক বৃদ্ধকে দেখে পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে। এরপর ওই বৃদ্ধ নিজের নাম মোঃ মকবুল মোল্লা (৬৩) পিতা মৃত ফেলু মোল্লা, সাং-নাথারকান্দি, থানা-উজিরপুর, জেলা-বরিশাল বলে জানায়। ওসি মনিরুল হক তার দেয়া তথ্যানুযায়ী সংশ্লিষ্ঠ থানায় যোগাযোগ করে পরিবারের সন্ধান পান। মঙ্গলবার দুপুরে ওই বৃদ্ধের স্বজনদের হাতে তাকে তুলে দেয়া হয়।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুল ইসলাম বাগেরহাট টুয়েন্টিফোরকে বলেন, পুলিশ সুপার কে,এম আরিফুল হক (পিপিএম) মহোদয়ের নির্দেশক্রমে অনুমান ০১ মাস পূর্বে হারিয়ে যাওয়া পথহারা ওই বৃদ্ধকে তার স্বজনদের কাছে ফিরিয়ে দিতে পেরেছি। পুলিশের পক্ষ থেকে এই ধরনের মানবিক কাজ অব্যাহত রয়েছে। সকল নাগরিকের সহযোগীতায় সর্বদা প্রস্তুত রয়েছে পুলিশ।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা