• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোল্লাহাটে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৭ জুলাই ২০২১  

মোল্লাহাটে করোনা প্রতিরোধে কঠোরতম লকডডাউনের চতুর্থ দিনে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার দিনব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল ও বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে পৃথক পৃথক ভাবে মোল্লাহাট সদর বাজার, চুনখোলা, জয়ডিহি, ভান্ডারখোলাসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল মোল্লাহাট সদর বাজারে সরকারী বিধিনিষেধ অমান্য করায় ৩ ব্যাক্তি ও প্রতিষ্ঠানের নামে ৩ টি মামলা দায়ের করে ৯ শত টাকা জরিমানা আদায় করেন।

মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেন বাগেরহাট টুয়েন্টিফোরকে বলেন, কঠোরতম লকডডাউন চলাকালে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান সরকারী বিধিনিষেধ অমান্য করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়াও তিনি সকলকে করোনা প্রতিরোধে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা