• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

চিতলমারীতে করোনা রোগীদের অক্সিজেন সেবা পৌঁছে দিচ্ছে ছাত্রলীগ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৯ জুলাই ২০২১  

‘মানুষ মানুষের জন্য’ কথাটির যথার্থতা মিলেছে চিতলমারী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে। বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের উদ্যোগে ও জেলা ছাত্রলীগের সার্বিক সহযোগিতায় তারা চিতলমারী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে মুমূুর্ষু রোগীদের বাড়িতে গিয়ে অক্সিজেন সেবা পৌঁছে দিচ্ছেন। তাদের এ মহতী কর্মকা- এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে। সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ।


চিতলমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সি বাগেরহাট টুয়েন্টিফোরকে জানান, এলাকায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় তারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মুমূর্ষ রোগিদের বাড়িতে গিয়ে অ´িজেন সেবা পৌঁছে দিচ্ছেন। মোবাইল কলের মাধ্যমে ছাত্রলীগকর্মীরা রাতে হোক বা দিনে হোক পৌঁছে যাচ্ছেন রোগীর বাড়িতে। তাদের সেবার মাধ্যমে অনেকেই দ্রুত সুস্থ হয়ে উঠছেন। এ সেবার মাধ্যমে নতুন জীবন ফিরে পাচ্ছেন অনেকে। তাদের এ মহতী কর্মকান্ডে এলাকায় ইতিবাচক সাড়া পড়েছে।


তিনি আরও জানান, তারা করোনা রোগীদের অক্সিজেন সেবায় সার্বক্ষণিক তৎপর রয়েছে। হট লাইনে ফোন পেলেই তারা ছুটে যান রোগীর বাড়িতে। এ পর্যন্ত অসংখ্য মুমূর্ষ রোগীর বাড়িতে অক্সিজেন সেবা পৌঁছে দিয়েছেন তারা।


করোনায় আক্রান্ত চিংগুড়ি গ্রামের নিপা আক্তার, রত্নপুর গ্রামের সোহাগ হাওলাদারসহ অনেকে বাগেরহাট টুয়েন্টিফোরকে জানান, উপজেলা ছাত্রলীগ করোনা আক্রান্তদের বাড়িতে ছুটে গিয়ে যে অ´িজেন সেবা পৌঁছে দিচ্ছেন সেটি ব্যতিক্রমি উদ্যোগ। গুরুতর অসুস্থ রোগিদের জন্য এ সেবা খুবই অবদান রাখছে।


চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান বাগেরহাট টুয়েন্টিফোরকে জানান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের উদ্যোগে ও জেলা ছাত্রলীগের সার্বিক সহযোগিতায় চিতলমারী উপজেলা ছাত্রলীগ করোনা রোগীদের বাড়িতে গিয়ে যে অক্সিজেন সেবা পৌঁছে দিচ্ছে এটা একটা মহতী উদ্যোগ। এ সেবাদানের মাধ্যমে করোনা রোগীদের মধ্যে আস্থা অর্জন করে চলেছে ছাত্রলীগ কর্মীরা।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা