• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ফকিরহাটে করোনা প্রতিরোধে গণটিকা কার্যক্রম শুরু

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৮ আগস্ট ২০২১  

দেশের অন্যান্য স্থানের ন্যায় ফকিরহাটে শনিবার স্বাস্থ্যবিধি মেনে করোনা ভাইরাস প্রতিরোধে করোনার ১ম ডোজের গণ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। উপজেলায় ৮ টি ইউনিয়নের ৮টি কেন্দ্রে সকাল ৯ টা থেকে এ টিকাদান কার্যক্রম শুরু হয়।

স্বাস্থ্য বিভাগের কর্মীরা এসব কেন্দ্রে টিকা প্রদান করেন। ফকিরহাট উপজেলায় দিনদিন করোনার টিকা নেওয়ার আগ্রহ বেড়েছে। বৃষ্টির মধ্যে সকাল থেকে স্বেচ্ছায় নারী-পুরুষ একযোগে এসব কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে টিকা গ্রহন

করেন। টিকা গ্রহনে স্বতস্ফুর্ততার পাশাপাশি টিকা নিতে পেরে খুব খুশি টিকা গ্রহীতারা। ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সারাদেশের সাথে ফকিরহাটেও গ্রাম পর্যায়ে গণ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পযর্šÍ এ টিকা কার্যক্রম চলবে। এদিন ৮টি ইউনিয়নে মোট ৪হাজার ৭৯২জনকে টিকা প্রদান করা হয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা