• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা, আটক ২

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২১  

বাগেরহাটে চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে মো. ফজলুল হক ও বরাদুল ইসলাম নামে সাংবাদিক পরিচয় দেওয়া দুই ব্যক্তি। বুধবার সকালে বাগেরহাট সদর উপজেলার মুক্ষাইট এলাকায় তাদের আটক করে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করেন।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। আটক মো. ফজলুল হক নিজেকে সাপ্তাহিক অপরাধ তথ্যচিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে দাবি করেছেন। অপর আটক বরাতুল ইসলাম নিজেকে ওই পত্রিকার ফটো সাংবাদিক পরিচয় দেন।

আটক মো. ফজলুল হকের বাড়ি খুলনার লবনচোরা এলাকায়। আর মো. বারাদুল ইসলামের বাড়ি বাগেরহাটের কচুয়ায় উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের খলিশাকালী গ্রামে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তারা।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম আজিজুল ইসলাম বলেন, সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের বেলায়েত হোসেন দাখিল মাদ্রাসার শিক্ষক শেখ আব্দুল হান্নানের কাছে করোনার সময় শিক্ষার্থীদের কোচিং করানোর অভিযোগ এনে দুই প্রতারক চাঁদা দাবি করেন।

এদিন সকালে চাঁদার টাকা নিতে আসলে স্থানীয় লোকজন আটক করে ৯৯৯ নম্বরে ফোন দেয়। এরপর ৯৯৯ থেকে বাগেরহাট সদর থানাকে জানালে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মাদ্রাসা শিক্ষক শেখ আব্দুল হান্নান বাদী হয়ে বাগেরহাট থানায় মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা