• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটের এক ইউপিতে সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বতিায় জয়

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২১  

করোনার কারনে দুই দফা পিছিয়ে ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাগেরহাটের ৬৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি)-এর নির্বাচন। তবে এদিন ভোট গ্রহণ হচ্ছে না কচুয়া উপজেলার একটি ইউনিয়নে।
উপজেলার রাঢ়ীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত সদস্য পদের সবক’টিতেই বিনা প্রতিদ্বন্দ্বতিায় জয়ী হয়েছেন আ’লীগ-সমর্থিত প্রার্থীরা।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বাগেরহাটের ৯ উপজেলার মোট ৬৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে এই দফায়। তবে ভোট হচ্ছে ৬৫টিতে।

এদিকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন নিয়ে মোট ৩৮টি ইউনিয়নে আ’লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্ব›িদ্বতায় জয়ী হয়েছেন। সবশেষ ২০১৬ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনেও জেলার দু’টি উপজেলার সব ইউপিসহ মোট ৩২ ইউপিতে চেয়ারম্যান পদে আ’লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বতিায় নির্বাচিত হয়েছিলেন।

বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের প্রধান সমন্বয়কারী ফারাজী বেনজীর আহম্মেদ জানান, নিয়ম অনুযায়ী যাচাই-বাছাই ও প্রত্যাহারের পর কোনো পদে একক প্রার্থী থাকলে তাঁকে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত ঘোষণা করতে হয়। সেই অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের পর রয়ে যাওয়া একক প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বতিায় বিজয়ী ঘোষণা করা হয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা