• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

রামপালে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য আহত

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২১  

রামপালের বাঁশতলী ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুল ইসলাম সোহাগ (৩৫) নির্বাচনী প্রতিপক্ষের হামলায় আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত সোহাগকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করেন।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বাশতলী ইউনিয়নের গিলাতলা বাজারে আওয়ামী লীগের কার্যালয়ে এমপি শেখ হেলাল উদ্দিন এর মাতা রিজিয়া নাসেরের ১ম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে এক দোয়া মাহফিল চলছিল। একই সময়ে বাঁশতলী ইউনিয়ন বিএনপির এক বর্ধিত সভা চলছিল। বাজারের দুই পাশে দুইটি অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই চলছিল।

আহত সোহাগ জানান, আওয়ামী লীগের দোয়া অনুষ্ঠানের পাশে আলোচনা সভা বন্ধ করতে ওই ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও পরিষদের সদস্যরা সেখানে যান। এ সময়ে নির্বাচনে হেরে যাওয়া একই দলের প্রতিপক্ষের মারুফ, মাসুম ও মোস্তাফিজ লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার উপর চড়াও হয়। মারুফ লোহার রড দিয়ে মাথায় সজোরে আঘাত করলে আমি গুরুতর আহত হয়ে জ্ঞান হারাই। পরে আমাকে খুলনা হাসপাতালে আনা হয়। আহত সোহাগ বাশতলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য। তার বাড়ি উপজেলার বড়দিয়া গ্রামে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রতিপক্ষের মারুফের কোন বক্তব্য পাওয়া যায়নি।

তবে আহত সোহাগের বড়ভাই সাইফুল ইসলাম জানান, আমরা প্রশাসনের কাছে আইনগত প্রতিকার চাইবো।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা