• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মতবিনিময় সভা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২১  

বাগেরহাটে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সেবাদাতা ও সেবাগ্রহীতাদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২২ নভেম্বর) দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে সচেতন নাগরিক কমিটি (সনাক), বাগেরহাট’র আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, বাগেরহাটের সিভিল সার্জন ডা: জালাল উদ্দিন আহমেদ, টিআইবি‘র এরিয়া কো-অর্ডিনেটর শেখ বশির আহমেদ, সনাকের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহবায়ক বাবুল সরদার, বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো. মিরাজুল করিম, সিনিয়র কনসালটেন্ট ডা: এস, এম, শাহনেওয়াজ, জুয়িনর কনসালটেন্ট ডা: মো. ইস্কান্দার আলম, সনাক সভাপতি প্রফেসর চৌধুরী আব্দুর রব, সহ-সভাপতি ফরিদা রহমান, সদস্য তহুরা হোসেনসহ সেবাগ্রহীতাগণ।

মতবিনিময় সভায় বাগেরহাটে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে বাগেরহাট সদর হাসাপাতালে চিকিৎসক সংকট দূরীকরণ, পানি ও টয়লেট সমস্যার সমাধান, সেবিকাদের আচরণ আরো উন্নত করা; সকল বিভাগে বিশেষজ্ঞ চিকিসক নিয়োগের দাবি জানানো হয়।

বাগেরহাটের সিভিল সার্জন ডা: জালাল উদ্দিন আহমেদ বলেন, হাসপাতালের নানা সীমাবদ্ধতার মধ্যে জনবল সংকট অন্যতম। বাগেরহাট সদর হাসপাতাল ৫০ শয্যার জনবলের অর্ধেক জনবল দিয়ে ১০০ শয্যার হাসপাতালের সেবা দিয়ে যাচ্ছে। আউটডোরে প্রতিদিন প্রায় ৭০০ রোগীকে সেবা দিয়ে যাচ্ছে। চিকিৎসক সংকট দুর করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে। অন্যান্য সমস্যাও সমাধান করা হবে। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা