• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোড়েলগঞ্জে মাছ ধরে বাড়ি ফেরা হলো না হালিমের

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২২  

বাগেরহাটের মোড়েলগঞ্জে খাল থেকে এক জেলের মরদেহ উদ্ধার করেছে তার স্বজনেরা। মঙ্গলবার(৫ এপ্রিল) বেলা ৯টার দিকে খাদ্যগুদাম সংলগ্ন খালের চরে পাওয়া যায় হালিম সরদার(৪৫) এর মরদেহ। জেলে হালিম সরদার বারইখালী গ্রামের ইউসুব আলী সরদারের ছেলে। দ্রুত উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, আগেই তার মৃত্যু হয়েছে।

জানান গেছে, মঙ্গলবার সকাল ৬টার দিকে সানকিভাঙ্গা গ্রামের শ্বশুর মোহাম্মদ শেখের বাড়ি থেকে হালিম সরদার নদীর চরে মাছ ধরতে যান। বেলা ৯ টার দিকে মাছ ধরার স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে একটি খালের মধ্যে তার মরদেহ পাওয়া যায়। তার স্ত্রী ও ৫ সন্তান রয়েছে। এ বিষয়ে হালিম সরদারের ছোট ভাই মিলন সরদার বলেন, ‘আমার ভাই গড়াজাল নিয়ে নদীতে গিয়েছিল। কিভাবে তার মৃত্যু হয়েছে তা আমরা এখনো জানিনা’।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, হালিম সরদারের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ পোষ্টমর্টেমে পাঠানো হয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা