• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে বিনামুল্যে ১ হাজার কৃষকের মাঝে ধানের বীজ ও সার বিতরণ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৯ জুন ২০২২  

বাগেরহাটে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামুল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট সদর উপজেলা কৃষি অফিস চত্বরে “ আমন ধানের উফশী জাতের বীজ ব্যবহারে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকদের বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বিাহী কর্মকর্তা মো. মুছাব্বেরুল ইসলাম।

এসময়, বাগেরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাদিয়া সুলতানা, কৃষি সম্প্রসারন কর্মকর্তা নুরে জান্নাত, মোহাম্মদ ইয়ার আলীসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। সদর উপজেলার কৃষকরা বিনামূল্যে বীজ ও সার পেয়ে খুশি উপকার ভোগীরা।

বাগেরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাদিয়া সুলতানা জানান, বাগেরহাট সদর উপজেলার ১০টি ইউনিয়নে ১০৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামুল্যে কৃষকের মাঝে ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রত্যেক কৃষককে ৫ কেজী আমনের বীজ ও ২০ কেজি করে সার দেওয়া হয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা