• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মুজিববর্ষের ঘর পেলেন চিতলমারীর আরও ১২৫ পরিবার

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২১ জুলাই ২০২২  

চিতলমারীতে মুজিববর্ষের ঘর পেলেন আরও ১২৫ টি পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি সবার জন্য বাসস্থান ‘কেউ গৃহহীন থাকবে না’ কর্মসূচীর আওতায় তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে আজ বৃহষ্পতিবার এ ঘরগুলো ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রদান করা হয়।এর আগে বুধবার (২০ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেছা জানান, বর্তমান তালিকায় এ উপজেলায় ৪৪১ জন ভূমিহীন রয়েছেন। ইতোপূর্বে প্রথম পর্যায়ে ১৭ টি, দ্বিতীয় পর্যায়ে ৫০ টি ও তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে ২৭ টি ঘর প্রকৃত ভূমিহীন ও গৃহহীদের মাঝে হস্তান্তর করা হয়। এ গৃহ নির্মান করতে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রতিটি ঘরের জন্য ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা