• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

দখলে থাকা সওজের ২০ কোটি টাকার জমি উদ্ধার

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৭ আগস্ট ২০২২  

বাগেরহাটের মোল্লাহাটে সড়ক ও জনপথের (সওজ) ২০ কোটি টাকা মূল্যের ১০ একর জমি দখল মুক্ত করা হয়েছে। এছাড়া জমিতে থাকা শতাধিক কাঁচা-পাকা ও আধা পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট সেতুর দক্ষিণ পাশে বাগেরহাট অংশে অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানে সওজ খুলনা বিভাগীয় কার্যালয়ের এস্টেট ও আইন কর্মকর্তা উপ-সচিব অনিন্দিতা রায়, সওজ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিনসহ সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

সওজ খুলনা বিভাগীয় কার্যালয়ের এস্টেট ও আইন কর্মকর্তা উপ-সচিব অনিন্দিতা রায় বলেন, অভিযান চালিয়ে আমরা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। আমাদের প্রায় ১০ একর জমি দখল মুক্ত করেছি। যার আনুমানিক মূল্য ২০ কোটি টাকা। যারা এসব স্থাপনা নির্মাণ করেছিল তাদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে যদি এ ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ করা হয় তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা