• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

চিতলমারীতে শিশু বাচ্চাকে দিয়ে কবিরাজি,পাঁচ হাজার টাকা অর্থদন্ড

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২২  

বাগেরহাটের চিতলমারীতে চার বছরের শিশু সন্তানকে দিয়ে কবি রাজি করানোসহ স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অপরাধে শনিবার (১৩ আগষ্ট) চিতলমারী উপজেলা নির্বাহী অফিসারও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েদা ফয়জুন্নেছা পরানপুর গ্রামের সাইফুল ইসলাম মোল্লাকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড করেছেন। ভোক্তা অধিকার সংরক্ষন আইনে তাকে এই অর্থদন্ড করা হয়।
এসময় চিতলমারী উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান, বঙ্গ টিভির চিতলমারী উপজেলা প্রতিনিধি মোঃ একরামুল হক মুন্সীসহ সুধীজন উপস্থিত ছিলেন। 
জানাগেছে পরানপুর গ্রামের মোঃ সাইফুল ইসলাম মোল্লা তার চার বছরের শিশু পুত্রকে দিয়ে করিরাজির মাধ্যমে সাধারন নারী-পুরুষকে আকৃষ্ট করেন। এবং আর্থিক ভাবে লাভবান হন। 
তারই ধারাবাহিকতায় বিগত দেড় মাস ধরে তার বাড়িতে প্রতিদিন দুরদুরান্ত থেকে আগত শতশত মানুষ ভিড় জমান।বাড়ীতে গড়ে তোলেন একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। 
যাহা স্বাস্থ্য বিধি লঙ্ঘনের সামিল বলে স্থানীয় সাংবাদিকদের অবহিত করেন, উপজেলা নির্বাহী অফিসারও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েদা ফয়জুন্নেছা এবং উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা