• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে কোভিড টিকা নিশ্চিতে সভা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২২  

বাগেরহাটে কোভিড ১৯ প্রতিরোধে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ আগস্ট) দুপুরে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, শিক্ষা অফিস, স্বাস্থ্য বিভাগ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে এই সভা হয়।

ইউনিসেফ ও দি হাঙ্গার প্রজেক্ট এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত টাউন হল মিটিং নামের এই সভায়, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ কুমার বকসী, উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস, উপজেলা সমাজসেবা দপ্তরের সহকারী কর্মকর্তা রওনকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, হাঙ্গার প্রজেক্ট এর সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার, জেলা সমন্বয়কারী খালিদ হাসান, আই এস পি টুম্পা আক্তার মিমসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ অংশগ্রহন করেন।

বক্তারা কোভিড ১৯ প্রতিরোধে ঝুকি নিরুপণ যোগাযোগ এবং সবাইকে টিকার আওতায় আনার বিভিন্ন কৌশল তুলে ধরেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা