• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাট জেলা পরিষদে আ’লীগের মনোনয়ন পেলেন টুকু

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২  

বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু। শনিবার (১০ সেপ্টেম্বর) দলীয় মনোনয়ন বোর্ডের সভায় তাকে মনোনয়ন দেওয়া হয়।

বাগেরহাট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ তালুকদার আবদুল বাকি বিষয়টি নিশ্চিত করেছেন।

সরকারি দলের মনোনয়ন প্রাপ্ত বীর  মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি। বর্তমানে জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০৮ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসলে প্রথমে  জেলা পরিষদের প্রশাসক এবং পরবর্তীতে দুই মেয়াদে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন বর্ষিয়ান এই নেতা।

বর্নাঢ্য রাজনৈতিক জীবনে বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু বৃহত্তর খুলনা জেলা ছাত্রলীগের আহবায়ক, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি, বৃহত্তর খুলনা জেলার জেলা ছাত্রলীগের সভাপতি,  বৃহত্তর খুলনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক,  খুলনা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক,  বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছন।

রাজনৈতিক কারণে  ১৯৬২ থেকে ৬৮ সাল পর্যন্ত তিনি ১০-১১ বার জেল খেটেছেন তিনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে দীর্ঘ সময় ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন এই মুক্তিযোদ্ধা।

মুক্তিযুদ্ধের সময় বৃহত্তর খুলনা মুজিব বাহিনীর প্রধান ছিলেন কামরুজ্জামান টুকু। সাতক্ষীরা, মোংলা সহ তিনি ৮০ টি ক্যাম্প গঠন করেন। বহু সম্মুখ যুদ্ধে পাক আর্মি ও রাজাকারদের পরাজিত করে এক বিশাল মুক্ত এলাকা গড়ে তোলেন।

এবারের জেলা পরিষদ নির্বাচনে বাগেরহাটের ৩টি পৌরসভা, ৯টি উপজেলা ও ৭৫টি ইউনিয়নের মোট ১০৪১ জন জনপ্রতিনিধি ভোট প্রদান করবেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা